জানুয়ারিতেই টানা তিন দিন বাস ধর্মঘটের ডাক! ভোগান্তিতে পড়বেন যাত্রীরা

নিজস্ব সংবাদদাতা: টানা তিন দিন বাস ধর্মঘটের ডাক রাজ্যে। আগামী ২৮, ২৯, ৩০ জানুয়ারি ডিজেলের মূল্যবৃদ্ধি ও ভাড়ার পুনর্বিন্যাস এবং ডিজেলকে জিএসটির আওতায় আনার দাবিতে রাজ্যজুড়ে বাস-মিনিবাস ধর্মঘটের ডাক দিল বেসরকারি বাস মালিকদের পাঁচটি সংগঠন৷ এরপরেও যদি সরকারের ‘হুঁশ’না ফেরে, তা হলে লাগাতার আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে মালিক সংগঠনগুলি। ইতিমধ্যে মালিক সংগঠন কেন্দ্রীয় সরকারকে দাবি-দাওয়া জানিয়ে আবেদনও করেছিলেন। চিঠি দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় পরিবহন ও পেট্রোলিয়াম মন্ত্রীকে। কিন্তু কোনও চিঠির জবাব পাননি বলেই তাঁদের দাবি।
পশ্চিমবঙ্গ বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপ বোস বলেন, “ডিজেল জিএসটির আওতায় আনতে হবে। এটা আমাদের মূল দাবি। যেভাবে ডিজেলের মূল্যবৃদ্ধি ঘটনা হচ্ছে তা অনভিপ্রেত। এভাবে বাস চালানো সম্ভব নয়। রাজ্যজুড়ে প্রথম পর্যায়ে তিনদিনের ধর্মঘট পালন করা হবে। পরবর্তী ক্ষেত্রে ১৫ ফেব্রুয়ারি থেকে লাগাতার ধর্মঘটের পথে যাবে বাস মালিকরা।”
পাশাপাশি জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় জানান, “শেয়ার বাজারের মতো ডিজেলের দামে হেরফের করা হচ্ছে। যেভাবে ডিজেলের মূল্যবৃদ্ধি ঘটানো হচ্ছে তাতে বাস পথে নামানো কোনও মতেই সম্ভব নয়। ধর্মঘট ছাড়া আমাদের কাছে আর কোন উপায় ছিল না।”
Comments are closed.