তিনদিনের “বাংলা মোদের গর্ব” অনুষ্ঠান মেদিনীপুরে
নিজস্ব সংবাদদাতা: ২০২১-এর শুরুতেই “বাংলা মোদের গর্ব” শীর্ষক অনুষ্ঠানের সূচনা হল মেদিনীপুর কলেজ-কলেজিয়েট ময়দানে। নতুন বছরের শুরুতেই শীতের আমেজকে সাথে নিয়ে বিগত বছরগুলির মতো পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার সঙ্গে তাল মিলিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার সদর শহর মেদিনীপুরেও তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে শুরু হল “বাংলা মোদের গর্ব” শীর্ষক অনুষ্ঠান। তিনদিনের এই অনুষ্ঠান চলবে ৩ জানুয়ারি রবিবার পর্যন্ত।
এদিনের অনুষ্ঠানের সূচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সৌমেন মহাপাত্র। উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার দীনেশ কুমার, বিধায়ক দীনেন রায়, শিউলি সাহা, শ্রীকান্ত মাহাতো, পরেশ মুর্মু, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিং হাজরা, সহ-সভাধিপতি অজিত মাইতি-সহ জেলার অন্যান্য বিধায়কগণ ও কর্মাধক্ষ্যগণ।
এদিন উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অনন্যা মজুমদার। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন সভাধিপতি উত্তরা সিং হাজরা। এদিনের অনুষ্ঠান সঞ্চালনা করেন বাচিক শিল্পী শুভদীপ বসু। পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অনন্যা মজুমদার জানান, তিনদিনের এই অনুষ্ঠানে থাকছে স্বসহায়ক দলগুলির তৈরি দ্রব্য সামগ্রীর প্রদর্শনী, হস্তশিল্পের প্রদর্শনী, পুষ্প প্রদর্শনী,পর্যটন বিষয়ক প্রদর্শনী,রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উপর প্রদর্শনী এবং “উন্নয়নের পথে মানুষের সাথে” শীর্ষক প্রদর্শনী।
Comments are closed.