বিজেপির বিরুদ্ধে ক্ষোভ ‘কোণঠাসা’ রাহুল সিনহার
শুভাশিস মণ্ডল
২০২১-এ পশ্চিমবঙ্গে বিধানসভার ভোট। তার আগে ঘর গোছাতে ব্যস্ত গেরুয়া শিবির। শনিবার নতুন জাতীয় পদাধিকারীদের নাম ঘোষণা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি পদে একদা তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড মুকুল রায়কে মনোনীত করে চমক দিলেন জেপি নাড্ডা। পাশাপাশি, দলের দীর্ঘদিনের সৈনিক রাহুল সিনহাকে জাতীয় সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দলের জাতীয় সম্পাদকের পদ হারিয়ে শনিবার নেতৃত্বের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা।
এক ভিডিয়ো বার্তায় ক্ষোভের সুরে রাহুল সিনহা বললেন, “চল্লিশ বছর বিজেপির সেবা এবং বিজেপির একজন সৈনিক হিসেবে কাজ করে এসেছি। জন্মলগ্ন থেকে বিজেপির সেবা করবার পুরস্কার এটাই যে— তৃণমূল কংগ্রেসের নেতা আসছে, তাই আমাকে সরতে হবে। এর চেয়ে বড় দুর্ভাগ্যের কিছু আর হতে পারে না। আমি এর বাইরে আর কিচ্ছু বলব না। পার্টি যে পুরস্কার দিল, সেই পুরস্কারের পক্ষে বিপক্ষে কিছু বলতে চাই না। আমি যা বলার দশ থেকে বারো দিনের মধ্যে বলব এবং আমার ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করব।”
Served @BJP4India for 40 Years as the Warrior and today just to include @AITCofficial Leaders, I have been asked to Left the Post of the Party.@narendramodi @BJP4Bengal pic.twitter.com/yN1Zok8BdV
— রাহুল সিনহা ● Rahul Sinha (@RahulSinhaBJP) September 26, 2020
Comments are closed.