মেদিনীপুরের সিংহবাড়ির চৌত্রিশ বছরের কার্তিক পুজো
নিজস্ব সংবাদদাতা : সীমিত সংখ্যক অতিথিদের উপস্থিতিতে এবার কার্তিক পূজা হল মেদিনীপুরের বিধাননগরের সিংহবাড়িতে। করোনা প্রভাব ফেলল মেদিনীপুরের সিংহবাড়ির চৌত্রিশ বছরের কার্তিক পূজায়। প্রতি বছরের মতো এবছরও মেদিনীপুর শহরের বিধাননগরের সিংহবাড়ির কার্তিক সব রকম রীতি মেনে পূজিত হল।
মেদিনীপুর শহরের বিধাননগরের জে টুয়েন্টি সেভেনের “বৃষ্ণি” বাড়িটি এবারও সেজে উঠেছিল কার্তিক পূজা উপলক্ষে। এবার ছিল এই পূজার ৩৪তম বর্ষ। এই বাড়িতে পূজার সূচনা হয় বাড়ির বড় মেয়ে ত্রিনেত্রীর জন্মের তিন বছর আগে ১৯৮৭ সালে। বাড়ির কর্তা-গিন্নি দুর্গা প্রসাদ সিংহ ও মৈয়েত্রী সিংহের দাম্পত্য জীবনের চতুর্থ বছরে কার্তিক পূজার আগের রাতে আত্মীয়, বন্ধু-বান্ধবদের কেউ তাঁদের বাড়ির সামনে কার্তিক রেখে যান।
সাধারণ গৃহস্থ বাড়িতে ফেলে যাওয়া কার্তিক পূজা সাধারণত পরপর তিনবছর করার পর শেষ যায়। কিন্তু সিংহবাড়িতে সেই চালু হওয়া পূজা চলছে এখনও নিষ্ঠা সহকারে। গৃহে সন্তান জন্মানোর কামনায় এই বাড়িতে শুরু হওয়া কার্তিক পূজার “কার্তিক ঠাকুর”কে বাড়ির দুই বোন ত্রিনেত্রী ও সিবেলী ‘বড় দাদা’ বলে মানেন। প্রতিবারেই পূজায় ভিড় জমান আত্মীয়-স্বজন ও পাড়া প্রতিবেশীরা। এবার অবশ্য করোনার কারণে ভিড় অনেকটাই কম ছিল।
Comments are closed.