তৃণমূলে সেকেন্ড ম্যান বলে কেউ নেই, সবাই কর্মী : অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা : ‘তৃণমূলে মমতার পরে দলের কর্মীরা। তৃণমূলে সেকেন্ড ম্যান বলে কেউ নেই। সবাই কর্মী।’ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব নিয়ে প্রথম সাংবাদিক বৈঠকে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন অভিষেক আরও বলেন, ‘দল নতুন দায়িত্ব দিয়েছে, আমি কৃতজ্ঞ। ২০১৪ সাল থেকে সাত বছর যুব তৃণমূলের দায়িত্ব সামলেছি। এবার নতুন পথ চলা শুরু করলাম। তাঁর জন্য গুরুজনদের আশীর্বাদ নিয়েছি।’
এর পাশাপাশি অভিষেক বলেন, ‘বাংলার মানুষের রায়ে দেশে নতুন আশা জেগেছে। বাংলার মানুষ সব কিছুর জবাব দিয়েছেন। বাংলা কোনও কুৎসার কাছে মাথা নত করেনি। বাংলা বহিরাগতদের কাছে মাথা নত করেনি। বাংলার মানুষের রায়ে দেশে নতুন আশা জেগেছে। বাংলা গোটা দেশকে আশা দেখাচ্ছে। বিজেপি হার হজম করতে পারছে না।’
এদিন শুভেন্দু অধিকারীর নাম না করে অভিষেক বলেন, ‘রাজ্যের বিরোধী নেতা কুৎসা রটাচ্ছেন। আশা করব বিরোধী দলনেতা কোনওরকম কুৎসা, অপপ্রচার না করে গঠণমূলক আলোচনায় অংশগ্রহণ করবেন।’
Comments are closed.