Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

‘এখনই কোনও অবহেলা নয়’, জাতির উদ্দেশে ভাষণে সতর্কবার্তা প্রধানমন্ত্রীর

বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি

করোনা ভাইরাসের সতর্কতা মাথায় রেখে উৎসবে সামিল হওয়া নিয়ে সতর্কবার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘ভুলে গেলে চলবে না যে লকডাউন শেষ হলেও, ভাইরাস এখনও রয়েছে গিয়েছে।’

মঙ্গলবার সন্ধ্যায় জাতীর উদ্দেশে ভাষণে উৎসবের মরশুমে দেশবাসীকে সতর্ক করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বললেন, ‘এখন অবহেলা করার সময় নয়। এখনও সেই সময় আসেনি যে আমরা ভাবতে পারি করোনা ভাইরাস চলে গিয়েছে এবং বিপদ কেটেছে।’ তিনি বলেন, ‘এমনটা করে আপনারা আপনার পরিবার, শিশু এবং বয়স্কদের বিপদে ফেলছেন।’ পাশাপাশি মাস্ক ছাড়া কোনও মানুষ যাতে বাইরে না বেরিয়ে পড়েন, সে বিষয়েও সতর্ক করে দিয়েছেন নরেন্দ্র মোদি।

- Sponsored -

সপ্তমবার জাতীর উদ্দেশে ভাষণে নরেন্দ্র মোদি জানান, ‘অন্যান্য দেশের তুলনায় করোনা মোকাবিলায় ভাল জায়গায় রয়েছে ভারত এবং সেই জায়গা হারালে চলবে না।’ একইসঙ্গে স্পষ্ট করে দেন, ‘সামান্যতম অবহেলাও অনেক ক্ষতি করে দিতে পারে।’ চিকিৎসক, নার্স-সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘নিঃস্বার্থভাবে এত সংখ্যক মানুষের সেবা করে চলেছেন তাঁরা, যদিও অবহেলা করার সময় এখনও আসেনি। করোনা নিয়ে সংবাদমাধ্যম-সহ অন্যান্য সোশ্যাল সাইটগুলিকেও প্রচারের কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী জানান, ‘এখনও পর্যন্ত ১০ কোটি মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে, কাজ চলছে ২ হাজারের বেশি গবেষণাগারে, ৯০ লক্ষ শয্যা রয়েছে হাসপাতালগুলিতে এবং দেশজুড়ে রয়েছে ১২ হাজার কোয়ারান্টাইন সেন্টার।’

প্রধানমন্ত্রী মোদি জানান, টিকা এলেই তা যাতে দ্রুত দেশের মানুষের হাতে পৌঁছায় তারজন্য তৎপর তাঁর সরকার। এদিন প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘ভারতে প্রতি ১০ লক্ষ মানুষে মৃত্যুর সংখ্যা ৮৩ জন, অন্যদিকে আমেরিকা, ব্রাজিল, স্পেন এবং ব্রিটেনের মতো দেশগুলিতে এই সংখ্যাটা প্রায় ৬০০-র বেশি।’ তিনি বলেন, ‘প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় আক্রান্তের হার ৫.৫০০ জন। অন্যদিকে আমেরিকা বা ব্রাজিলের মতো দেশে এই সংখ্যা প্রায় ২৫ হাজার জন।’ নরেন্দ্র মোদি বলেন, ‘টিকার জন্য কঠোর পরিশ্রম করছেন আমাদের বিজ্ঞানীরা। ভারতে একাধিক টিকা নিয়ে কাজ চলছে, তারমধ্যে কয়েকটি অ্যাডভান্স স্টেজে রয়েছে।’ করোনার বিরুদ্ধে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী মোদি।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.