Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

মালদার বন্যাপরিস্থিতি উদ্বেগজনক, জলের তলায় গদাই চর

রফিকুল আলি

মালদায় বিপদসীমা পেরল গঙ্গা৷ জলস্তর বৃদ্ধি পাওয়ায় কালিয়াচক ২ ব্লকের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত নদী ভাঙন শুরু হয়েছে। অন্যদিকে মানিকচক ব্লকের নদীর চরগুলিতে ইতিমধ্যেই জল ঢুকে পড়েছে৷ বিশেষত গদাই চরের পরিস্থিতি সবচেয়ে বিপজ্জনক৷ মালদা জেলার অন্তর্ভূক্ত হলেও এর অবস্থান পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের মাঝামাঝি জায়গায় গদাই চর৷ এই মুহূর্তে ওই চরের ফুলচনটোলা, রামানন্দটোলা, শিবলালটোলা-সহ বিভিন্ন গ্রামে ৪ থেকে ৫ ফুট নদীর জল দাঁড়িয়ে রয়েছে৷ সেখানে বানভাসি হয়ে রয়েছে প্রায় পাঁচ হাজার মানুষ৷ দুর্গম ওই চরে এখনও প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ না পৌঁছনোয় ক্ষোভে ফুটছে চরবাসীরা৷ খাদ্য ও পানীয়ের চাহিদায় হাহাকার অবস্থা এলাকায়। জলস্তর বেড়ে যাওয়ায় এমন পরিস্থিতিতে তারা বাঁশের মাচার উপর বসবাস করতে বাধ্য হচ্ছেন৷ জেলা পরিষদের সভাধিপতি জানিয়েছেন, গদাই চরে দুর্গত মানুষজনের কাছে দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

- Sponsored -

এদিকে গঙ্গার জলবৃদ্ধির জন্য উদ্বেগে রয়েছে জেলা সেচ দফতরও৷ গঙ্গার আপার ক্যাচমেন্টে প্রবল বৃষ্টি হচ্ছে৷ উত্তর ভারতে এই বৃষ্টি আরও কয়েকদিন বহাল থাকবে বলে জানা গিয়েছে৷ সেই জল গঙ্গা বেয়ে নীচের দিকে নেমে আসছে৷ পটনা থেকে গঙ্গার জল এই জেলায় ঢুকতে প্রায় ৪৮ ঘণ্টা সময় লাগে৷ ফলে আগামী কয়েকদিন মালদা জেলাতেও গঙ্গার জলস্তর ক্রমাগত বাড়তে থাকবে বলে মনে করা হচ্ছে৷ জেলা সেচ দফতরের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রণবকুমার সামন্ত জানিয়েছেন, পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে৷ তবে স্বস্তির কথা, এই মুহূর্তে জেলার অন্য দুই প্রধান নদী ফুলহার ও মহানন্দার জলস্তর ক্রমাগত কমছে৷

মানিকচকের বিডিও সুরজিৎ পণ্ডিত জানান, ‘গঙ্গার জলস্তর বাড়ায় নীচু চরগুলিতে জল ঢুকতে শুরু করেছে বলে খবর৷ গদাই চরে অনেক মানুষ বিপন্ন হয়ে পড়েছে৷ পঞ্চায়েত প্রধানকে দুর্গতদের তালিকা তৈরি করে জমা দিতে বলা হয়েছে৷ তালিকা এখনও তৈরি হয়ে না পৌঁছনোয় সরকারি ত্রাণ পাঠানো যায়নি৷’

The water of the Ganges is rising, the flood situation is worrying in Malda

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.