Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

বাবরি ধ্বংস মামলার রায় ৩০ সেপ্টেম্বর

বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি

বাবরি মসজিদ ধ্বংস নিয়ে ৩০ সেপ্টেম্বর রায় দেবে বিশেষ সিবিআই আদালত। ঘটনায় মুরলী মনোহর যোশী, লালকৃষ্ণ আদবানি, উমা ভারতী, কল্যাণ সিং-সহ ৩২ জন অভিযুক্তকে আদালতে সশরীরে হাজির দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক সুরেন্দ্র কুমার যাদব। গতমাসে, দুই রাজসাক্ষী হাজি মোহাম্মদ আহমেদ এবং সঈদ মোহাম্মদ আখলাক লিখিত ভাবে সাওয়াল জবাবের যে দাবি করেন তা খারিজ করে দেয় আদালত। সিবিআই আদালতের যুক্তি, তাঁরা যেহেতু ভিকটিম নন, সেই জন্য এই দাবি গ্রাহ্য হবে না।

- Sponsored -

ইতিমধ্যেই এই মামলায় ৪০০ পাতার লিখিত যুক্তি দিয়েছে সিবিআই। এর আগে এই মামলার সঙ্গে যুক্ত বিশেষ সিবিআই বিচারক সুরেন্দ্র কুমার যাদবের মেয়াদ ৩১ অগস্ট পর্যন্ত বৃদ্ধি করে সুপ্রিম কোর্ট। সেই সময়সীমা বাড়ানোর জন্য সর্বোচ্চ আদালতে আবেদন করেন ট্রায়াল কোর্টের বিচারক এসকে যাদব। গত ২২ অগস্ট বাবরি মসজিদ ধ্বংস মামলার গোটা শুনানি প্রক্রিয়া ও রায় ঘোষণার জন্য লখনউয়ের বিশেষ সিবিআই আদালতকে আরও এক মাস সময় দিয়েছিল সুপ্রিম কোর্ট। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বহু আলোচিত এই মামলার রায়দান শেষ করতে হবে বলে সর্বোচ্চ আদালত তার সর্বশেষ রায়ে স্পষ্ট জানিয়ে দেয়।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.