তৃতীয়বার আর্থিক “অনুঘটক” ঘোষণা কেন্দ্রের, আবাসনে কর ছাড়
বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি
দেশের অর্থনৈতিক গতি বৃদ্ধিতে অনুঘটক হিসেবে তৃতীয়বার আর্থিক প্যাকেজ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এবারের আর্থিক প্যাকেজে আবাসন শিল্পের পাশাপাশি কর্মসংস্থান তৈরির ওপরে জোর দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আত্মনির্ভর ভারত রোজগার যোজনা প্রকল্পে নতুন কর্মসংস্থান তৈরি করবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
এদিন সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের আওতাভুক্ত সংস্থাগুলি যে কর্মচারী নিয়োগ করেন, যাঁরা কখনই আগে ইপিএফও-তে নথিভুক্ত ছিলেন না, অথবা চলতি বছরের ১ মার্চ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে যাঁরা কাজ হারিয়েছেন, সেই সমস্ত কর্মীরা আত্মনির্ভর ভারত রোজগার যোজনা প্রকল্পের আওতায় সুবিধা পাবেন। ২০২০ এর ১ অক্টোবর থেকে ২০২১ এর ৩০ জুন পর্যন্ত এই সুবিধা কার্যকর হবে। ৫০ জনের কম সংস্থাগুলিতে অন্তত ২ জন এবং ৫০ জনের বেশি কর্মীযুক্ত সংস্থাগুলিকে অন্তত ৫ জন নতুন কর্মী নিয়োগ করতে হবে বলে এদিন জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেপ্টেম্বর মাসকে এর ভিত হিসেবে গণ্য করা হবে। যে সমস্ত সংস্থায় ১০০০ জন পর্যন্ত কর্মী রয়েছেন এবং ১৫,০০০ টাকার বেশি মাসিকক রোজগার এবং তাঁরা যদি ইপিএফও এর আওতাভুক্ত হন, তাহলে কর্মীর দেওয়া ১২ শতাংশ এবং সংস্থার ১২ শতাংশ মোট ২৪ শতাংশ অর্থই বহন করবে কেন্দ্র, সাংবাদিক সম্মেলনে জানান অর্থমন্ত্রী।
গ্রামীণ এলাকায় কর্মসংস্থান বাড়াতে চলতি অর্থবর্ষে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ রোজগার যোজনায় ১০,০০০ কোটি টাকা অতিরিক্ত অর্থ বরাদ্দের ঘোষণা করেন। ২০২০-২১ অর্থবর্ষে নারেগা প্রকল্পে ৬১,০০০ কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্র এবং প্রথম আত্মনির্ভর ভারত প্রকল্পে বরাদ্দের পরিমাণ ৪০,০০০ কোটি টাকা। ইতিমধ্যেই খরচ হয়েছে ৭৩,৫০০ কোটি টাকা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ১৮ লক্ষ বাড়ি তৈরিতে ১৮,০০০ কোটি টাকা বাজেট বরাদ্দের থেকে বেশি দেওয়া হয়েছে। বাড়ি কেনার ক্ষেত্রকে আরও উৎসাহ দিতে সার্কেল রেটের কোটির কম মূল্যের এলাকাগুলিতে আয়কর ছাড়ের ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
Comments are closed.