Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

বাজি ফাটানো নিয়ে কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট

বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি

কালীপুজো উপলক্ষে কোনও বাজি ফাটানো যাবে না, বলে কড়া নির্দেশিকা জারি করেছে কলকাতা হাইকোর্ট এবং রাজ্য সরকার। এবার জনস্বার্থ মামলার শুনানিতে একই রায় বহাল থাকল সুপ্রিম কোর্টেও। আদালত সাফ জানিয়ে দিল, জীবনরক্ষা করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দুর্গাপুজোয় যেভাবে সামাজিকদূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে পুজো সম্পন্ন হয়েছে ঠিক সেইভাবেই কালীপুজো ও দীপাবলীর অনুষ্ঠানও করতে হবে একইভাবে।

দুর্গোৎসবের অনুমতি দিলেও, সমস্ত মণ্ডপ কনটেন্টমেন্ট জোন হিসেবে ঘোষিত হয়। মাস্ক বাধ্যতামূলক করা ছাড়াও একাধিক নিয়মকানুন জারি করা হয়। বিসর্জনের রীতিতেও লাগাম পড়ানো হয় দুর্গাপুজোয়। একই নির্দেশিকা বহাল থাকবে কালীপুজোর ক্ষেত্রেও। এদিন জনস্বার্থ মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় জানান, জীবন রক্ষার থেকে অন্য কিছুর গুরুত্ব বেশি হতে পারে না। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, “আমরা বুঝতে পারছি যে এই উৎসব খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু জীবন যখন সঙ্কটে, তখন মানব জীবন রক্ষার্থে কোনও পদক্ষেপ করতে হবে…উৎসবের গুরুত্ব নিয়ে আমরা সচেতন, কিন্তু আমরা অতিমারীর আবহে বাস করছি এবং যে পদক্ষেপ পরিস্থিতির উন্নতি ঘটাতে পারে, তাকে সমর্থনে এগিয়ে আসতে সবাইকেই”। তাঁর কথায়, “চলতি অতিমারীর আবহে জীবন রক্ষার থেকে বেশি গুরুত্বপূর্ণ কিছু হতে পারে না। এখন জীবন সঙ্কটসময় মুহুর্তে রয়েছে এবং এই সমস্যার মোকাবিলায় সবাইকে এগিয়ে আসতে হবে”।

- Sponsored -

গত সপ্তাহেই কালীপুজো নিয়ে নির্দেশিকা জারি করে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “কালীপুজো এবং দিপাবলীর অনুষ্ঠানে মাস্ক এবং স্যানিটাইজার বাধ্যতামূলক। তারসঙ্গে মেনে চলতে হবে সামাজিক দূরত্ববিধি। কালীপুজোর পর প্রতিমা বিসর্জনে আলো ও শব্দে সহযোগে কোনও শোভাযাত্রা করা যাবে না”। আদালতের তরফে জারি করা নির্দেশিকায় আরও বলা হয়, “বিসর্জনের সময় অল্প সংখ্যক মানুষের উপস্থিতি থাকবে ঘাটে। পুরো পরিস্থিতি হবে পুলিশএর নজরদারিতে”।

দুর্গোপুজোর মতোই কালীপুজো, জগদ্ধাত্রী পুজো এবং কার্তিক পুজো উপলক্ষেও সমস্ত পুজো মণ্ডপ কনটেন্টমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। সমস্ত পুজো মণ্ডপ নো-এন্ট্রি জোন থাকবে। হাতে গোনা কমিটির কয়েকজন ছাড়া কেউ পুজো মণ্ডপে প্রবেশ করতে পারবে না। সব কিছু করতে হবে স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ববিধি মেনে।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.