ঋণ পরিশোধ নিয়ে কেন্দ্রকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের, কেন্দ্রকে অবস্থান স্পষ্ট করার নির্দেশ

বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি
করোনা ভয়াবহতায় লকডাউনের সময়ে ঋণের কিস্তি নিয়ে ছাড় ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। তা নিয়ে বুধবার কেন্দ্রীয় সরকারকে অবস্থান স্পষ্ট করতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এদিন শুনানিতে শীর্ষ আদালত সাফ জানিয়েছে, রিজার্ভ ব্যাঙ্কের আড়ালে লুকাতে পারে না কেন্দ্রীয় সরকার। ১ সেপ্টেম্বরের মধ্যে এ নিয়ে কেন্দ্রকে অবস্থান জানানোর নির্দেশ দিয়েছে আদালত।
এদিন বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন বেঞ্চ মন্তব্য করে, “এই পরিস্থিতি তৈরি হয়েছে আপনারা পুরো দেশে লকডাউন করেছেন বলে। দুটি বিষয়ে আমাদের আপনাদের অবস্থান জানতে হবে : বিপর্যয় মোকাবিলা আইন, এবং সুদের ওপর সুদ”। আদালত আরও মন্তব্য করে, এই সময় শুধুমাত্র ব্যবসার দিকে নজর দিলেই হবে না, সাধারণ মানুষের দুরবস্থার দিকেও নজর রাখতে হবে। ছাড়ের সময়ে ঋণ পরিশোধ নিয়ে নিজেদের অবস্থান জানিয়ে কেন্দ্রীয় সরকারকে এক সপ্তাহের মধ্যে হলফনামা দিতে বলেছে শীর্ষ আদালত। মেয়াদি ঋণের ক্ষেত্রে গত মার্চে তিন মাসের ছাড় ঘোষণা করে কেন্দ্রীয় সরকার, পরে তা বাড়িয়ে ৩১ অগস্ট করা হয়।
Comments are closed.