৩০ সেপ্টেম্বর পর্যন্ত ট্রেন পরিষেবা বন্ধ রাখার খবর ভুল, ট্যুইট রেলমন্ত্রকের

নিজস্ব সংবাদদাতা : আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যাত্রীবাহী ট্রেন পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্তর নির্দেশিকা ঘিরে বিভ্রান্তি। রেলমন্ত্রক থেক ট্যুইট করে জানিয়ে দেওয়া হল এ খবর সম্পূর্ণ ভুল। ১২ অগস্ট পর্যন্ত ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। তার পরবর্তী সময়ে নতুন বিজ্ঞপ্তি রেলমন্ত্রক এখনও জারি করেনি।
Some section of media is reporting that Railways has cancelled all regular trains till 30th September. This is not correct. No new circular has been issued by Ministry of Railways.
Special Mail Express trains shall continue to run.
— Ministry of Railways (@RailMinIndia) August 10, 2020
এর আগে আরও একবার যাত্রীবাহী ট্রেন পরিষেবা আগামী ৩০ সেপ্টেম্বর স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা নিয়ে বিভ্রান্তি ছড়ায় দেশজুড়ে। সেই নির্দেশিকায় জানানো হয়েছিল, দেশের সমস্ত মেল, এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেনের পাশাপাশি বন্ধ থাকবে লোকাল এবং মেট্রো পরিষেবাও। ইতিমধ্যে রেলমন্ত্রকের ‘অভ্যন্তরীণ মেমো’ কীভাবে বাইরে বেরিয়ে এসে বিভ্রান্তির সৃষ্টি করেছে তা নিয়ে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে।
আনলক পর্বে দেশে বাস, ট্যাক্সি থেকে শুরু করে দোকানপাট খুলে দেওয়া হয়েছে ধাপে ধাপে। এরই মধ্যে করোনা সংক্রমণের মাত্রা হু হু করে বাড়ছে দেশে। ট্রেন পরিষেবা চালু করে দেওয়া হলে দূরত্ববিধি মানা সম্ভব নয়। সেক্ষেত্রে সংক্রমণ মাত্রা যে দ্রুতগতিতে বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না। তবুও রেলমন্ত্রকের নয়া নির্দেশিকা-জটে আটকে থাকল দেশের লাইফ লাইনের ভবিষ্যৎ।
Comments are closed.