ভারতের স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উড়বে কানাডায়

বেঙ্গল ফাস্ট : ভারতের ৭৪তম স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উড়বে কানাডায়। অবাক হচ্ছেন শুনে। হ্যাঁ একদম খাঁটি কথা। আগামীকাল বিকেলে নায়াগ্রা জলপ্রপাতের সামনে তেরঙ্গা উত্তোলন করা হবে বলে জানিয়েছে কানাডার ভারতীয় দূতাবাস।
এই প্রথমবার ভারতের স্বাধীনতা দিবসে নায়াগ্রা ফলসের সামনে জাতীয় পতাকা উত্তোলনের খবর পেয়ে খুশি কানাডায় বসবাসকারী ভারতীয়রা। প্রতি বছর কানাডায় বসবাসকারী ভারতীয়রা উৎসাহ উদ্দীপনায় স্বাধীনতা দিবস পালন করে থাকেন। তবে এবছরে করোনা আবহে উৎসাহ থাকলেও জমায়েত করা যাবে না স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে।
পাশাপাশি কানাডার আরও দু’টি বিখ্যাত জায়গায় কাল তেরঙ্গা উড়বে। বিখ্যাত টরন্টোর সিটি হলের সামনে ‘থ্রিডি সাইন টরন্টো’ লেখাটি কাল গেরুয়া, সাদা, সবুজের হবে। এছাড়াও টরন্টোর ৫৫২ মিটার উঁচু সিএন টাওয়ারে আগামীকাল উড়বে ভারতের জাতীয় পতাকা। এছাড়াও কানাডার ভারতীয় দূতাবাস স্বাধীনতা দিবসের অনুষ্ঠান লাইভ স্ট্রিমিং করার সিদ্ধান্ত নিয়েছে।
Comments are closed.