বিহার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন
বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি
দেশজুড়ে করোনা আবহের মধ্যে বিহার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। সেই সঙ্গে লাগু হয়ে গেল আদর্শ আচরণ বিধি। তিন পর্বে বিহার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে। প্রথম পর্বে রাখা হয়েছে মাও অধ্যুষিত-সহ ১৬টি জেলার ৭১টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় পর্বে ১৭টি জেলার ৯৪টি বিধানসভা কেন্দ্রে, এবং তৃতীয় পর্বে ১৫টি জেলার ৭৮টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণপর্ব হবে। প্রথম পর্বের ভোটগ্রহণ ২৮ অক্টোবর, ৩ নভেম্বর দ্বিতীয় এবং ৭ নভেম্বর তৃতীয় পর্বের ভোটগ্রহণ। ফলাফল ঘোষণা ১০ নভেম্বর।
করোনা সতর্কতার কথা মাথায় রেখে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে যাতে পুরো নির্বাচন সম্পন্ন করা যায়, সেদিকে লক্ষ্য রেখেছে নির্বাচন কমিশন। সকাল সাতটা থেকে বিকেল ৫টার পরিবর্তে এবারের ভোটগ্রহণ হবে সন্ধে ৬টা পর্যন্ত। স্বাস্থ্যবিধি মেনে ৭ লক্ষ হ্যান্ড স্যানিটাইজার ইউনিট, ৪৬ লক্ষ মাস্ক, ৬ লক্ষ পিসিই কিট, ৬.৭ লক্ষ ইউনিট ফেস শিল্ড, ২৩ লক্ষ জোড়া হ্যান্ড গ্লাভস ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ভোটারদের জন্য থাকছে একবার ব্যবহার করা ৭.২ কোটি হ্যান্ড গ্লাভস। কোয়ারান্টিনে থাকা করোনা রোগীরা নিজেদের ভোটকেন্দ্রে শেষ দিন ভোট দিতে পারবেন। স্বাস্থ্য দদফতরের নজরদারিতে তাদের ভোট দেওয়ার ব্যবস্থা করা হবে। ভোট উপলক্ষে সোশ্যাল মিডিয়াগুলির যাতে অপব্যবহার না হয় তার জন্য আবেদন করেছেন নির্বাচন কমিশনার সুনীল আরোরা।
চলতি বছরের ১৯ নভেম্বর শেষ হচ্ছে বিহার বিধানসভার মেয়াদ। ফলে সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে তার মধ্যে ভোট করতেই হবে নির্বাচন কমিশনকে। বিহার বিধানসভাায় মোট আসন সংখ্যা ২৪৩, তারমধ্যে ৩৮টি তপশিলি জাতি এবং দুটি আসন তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত।
করোনা আবহের মধ্যে এই প্রথমবার কোনও রাজ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে। ফলে বিষয়টিকে যথেষ্ট চ্যালেঞ্জিং বলে মনে করছে নির্বাচন কমিশন। পাশাপাশি এই ভোটকে ঐতিহাসিক বলেও মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার সুনীল আরোরা।
Comments are closed.