Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

“কলকাতা পুরসভা নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নিক রাজ্য”, নির্দেশ সুপ্রিম কোর্টের

বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি

কলকাতা পুরনিগমের নির্বাচন নিয়ে রাজ্য সরকারকেই সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের তরফে বলা হয়েছে, কলকাতা পুরনির্বাচন করে নয়া বোর্ড গঠনের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে রাজ্য সরকারকেই। সেক্ষেত্রে করোনা পরিস্থিতি এবং শারিরীক দূরত্বের বিষয়টি মাথায় রেখেই শীর্ষ আদালতের রায় কার্যকর করতে হবে রাজ্য সরকারকে।

- Sponsored -

এদিনের নির্দেশে সর্বোচ্চ আদালতের তরফে বলা হয়েছে, বিহার বা হায়দরাবাদের মতো জায়গায় করোনা পরিস্থিতিতেও ভোট করানো গেলে, কলকাতা পুরনিগমের নির্বাচন না করার কোনও কারণ নেই। যদিও শীর্ষ আদালতের তরফে বলা হয়েছে, করোনার কারণে, যদি একান্তই ভোট করানো না যায়, সেক্ষেত্রে রাজ্য সরকারকে পুরনিগম পরিচালনার জন্য কোনও নিরপেক্ষ প্রশাসক বসাতে হবে। কলকাতা পুরনিগমের বর্তমান বোর্ডের মেয়াদ শেষ হয় ৮ জুন। তারপরেই মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে প্রশাসক বসানো হয় কলকাতা পুরসভায়। তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। সেই মামলার রায়ে কলকাতা হাইকোর্ট সাফ জানিয়ে দেয়, করোনা পরিস্থিতির মধ্যেই শারিরীক দূরত্ব এবং সমস্তরকম বিধি নিষেধ মেনেই পুরভোট সম্পন্ন করে নয়া বোর্ড গঠন করতে হবে। যদিও সেই রায়কে চ্যালেঞ্জ করে পাল্টা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে রাজ্য সরকার।

১০ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। তারমধ্যে কলকাতা পুরনিগম নিয়ে রাজ্য সরকার কী চিন্তাভাবনা বা সিদ্ধান্ত নেয়, তা হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সুতরাং তারমধ্যেই রাজ্য সরকারকে কলকাতা পুরনিগম নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। আইন অনুযায়ী, পুরো ভোটের মেয়াদ শেষের আগেই নির্বাচন প্রক্রিয়া শেষ করে নয়া বোর্ড গঠন করতে হয়। তবে কোনও কারণে, তা সম্ভব না হলে, প্রশাসক নিয়োগ করতে হবে।

করোনা পরিস্থিতি চলাকালীনই বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে বিহারে। শারিরীক দূরত্ব বিধি এবং করোনার সবরকম স্বাস্থ্যবিধি মেনেই সেখানে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এছাড়াও হায়দরাবাদেও ভোট হয়েছে। এদিন সেই উদাহরণই তুলে ধরেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, বিহার ও হায়দরাবাদে নির্বাচন হলে, কলকাতা পুরনিগমে ভোট না করানোর কোনও কারণ নেই।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.