দুবাইয়ে বুকিদের রমরমা! এক ক্রিকেটারের সঙ্গে গড়াপেটার চুক্তি

অমিয় রায়
কয়েকদিন আগেই বোর্ডের (BCCI) দুর্নীতিদমন শাখার প্রধান স্বীকার করে নিয়েছিলেন, দুবাইয়ে উপস্থিত রয়েছে বুকিদের একাংশ। আর এবার সামনে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। ইতিমধ্যে এক ক্রিকেটারের সঙ্গে বুকিদের তরফ থেকে যোগাযোগের চেষ্টাও নাকি করা হয়েছে। আর সে খবর জানতে পেরে ইতিমধ্যে তদন্তও শুরু হয়েছে। সংবাদসংস্থা পিটিআইকে এমনটাই জানিয়েছেন বোর্ডের দুর্নীতিদমন শাখার প্রধান অজিত সিং। এই প্রসঙ্গে রাজস্থান পুলিশের প্রাক্তন ডিজিপি বলেন, ‘‘হ্যাঁ, কথাটি সত্যি। এক ক্রিকেটারের সঙ্গে এক বুকি যোগাযোগের চেষ্টা করেছে। তাঁকে প্রভাবিত করার চেষ্টা করেছে। আমরা ওই বুকিকে খোঁজার চেষ্টা করছি। কিছুটা সময় লাগবে। তদন্ত চলছে।’’ তবে নিয়মানুযায়ী, ওই ক্রিকেটার এবং তাঁর দলের নাম জানানো হয়নি। তদন্ত এবং খেলোয়াড়ের নিরাপত্তার স্বার্থে তা গোপন রাখা হয়েছে।
তবে বিসিসিআই আধিকারিক থেকে দুর্নীতিদমন শাখার প্রধান প্রত্যেকেই আশ্বস্ত করেছেন, আইপিএলকে গড়াপেটার কালো ছায়া থেকে দূরে রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তাছাড়া খেলোয়াড়দের জন্য নির্ধারিত জৈব সুরক্ষাবলয়ে বাইরের কেউ যাতে না ঢুকতে পারেন, সেদিকে সতর্ক নজর রাখা হয়েছে। তবে করোনা আবহে সোশ্যাল মিডিয়ায় অনেকটাই সক্রিয় ক্রিকেটাররা। তাই দেশি–বিদেশি ক্রিকেটার বিশেষ করে তরুণরা কেউই যাতে কোনওরকম ফাঁদে পা না দেন, সেজন্য সোশ্যাল মিডিয়াতেও তীক্ষ্ণ নজর রেখেছেন দুর্নীতিদমন শাখার আধিকারিকরা।
Comments are closed.