বন্দুকবাজ হামলায় রক্তাক্ত ভিয়েনা, মৃত ৩, তল্লাশি জারি

নিজস্ব সংবাদদাতা : অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার একাধিক জায়গায় বন্দুকবাজ হামলা। গুলিতে নিহত হয়েছেন অন্তত ২ জন। আহতের সংখ্যা ১৫জনের বেশি। পুলিশের পাল্টা গুলিতে খতম এক হামলাকারীও। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ৮টা নাগাদ মধ্য ভিয়েনার অন্তত ছ’টি জায়গায় হামলা চালায় বন্দুকবাজরা। ভিয়েনা পুলিশ জানিয়েছে, ইহুদিদের একটি উপাসনালয়ের সামনে রাত ৮টা নাগাদ প্রথম হামলা হয়। স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে প্রায় ৫০ রাউন্ড গুলি ছোড়ে হামলাকারীরা।
অস্ট্রিয়ায় চ্যান্সেলর সেবাস্টিয়ান কুর্জ বলেছেন, ‘‘আমরা সন্ত্রাসবাদীদের চিহ্নিত করবই।’’ অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী কার্ল নেহমার জানান, ‘‘ভিয়েনা ঘিরে তল্লাশি শুরু হয়েছে। রাজধানী শহরে যাতায়াতের সব রাস্তা সিল করে দিয়েছে নিরাপত্তাবাহিনী। পাশাপাশি সীমান্তে চেক পয়েন্টগুলিতে তল্লাশি জোরদার করা হয়েছে। মঙ্গলবার শহরের স্কুলগুলিতে পড়ুয়াদের যেতে বারণ করা হয়েছে।” এদিকে, শহরবাসীকে নিজেদের ঘরে থাকার আবেদন জানিয়েছে প্রশাসন।
Comments are closed.