Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

‘৭০ বছরে পাকিস্তানের বিশ্বকে বলার মতো গৌরব হল সন্ত্রাসবাদ’! রাষ্ট্রপুঞ্জে বলল ভারত

নিজস্ব সংবাদদাতা : রাষ্ট্রপুঞ্জের ৭৫তম সাধারণ সভায় পাকিস্তানকে ‘অলআউট’ আক্রমণ ভারতের। রীতিমতো বিস্ফোরক বক্তব্য রেখে সন্ত্রাসবাদে পাকিস্তানের মদত নিয়ে বিশ্বনেতাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন ইন্ডিয়া মিশন টু দ্য ইউনাইটেড নেশনসের ফার্স্ট সেক্রেটারি মিজিতো বিনিতো।

শুক্রবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় পাকিস্তান ফের কাশ্মীর প্রসঙ্গ টেনে এনে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের রেকর্ড করা বক্তব্য শোনায়। ইমরান বলেন, ‘‘পাকিস্তান বরাবর শান্তিপূর্ণ মীমাংসার পক্ষে সওয়াল করে এসেছে। কিন্তু তাঁর আগে ভারতকে কাশ্মীরের সেনার অত্যাচার বন্ধ করতে হবে। ভারতের সেনাবাহিনী কাশ্মীরে মানবাধিকার পুরোপুরি শেষ করে দিয়েছে। জম্মু-কাশ্মীরের পরিস্থিতিতে হস্তক্ষেপ করা উচিত রাষ্ট্রপুঞ্জের।’’ ইমরানের রেকর্ড করা বক্তব্যের মাঝেই সভা ছেড়ে বেরিয়ে যান বিনিতো। প্রত্যুত্তর-ভাষণে অধিকার প্রয়োগ করে ইমরানের রেকর্ড করা মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন মিজিতো বিনিতো।

- Sponsored -

জবাবি ভাষণে রাষ্ট্রপুঞ্জে ভারতীয় প্রতিনিধি ফার্স্ট সেক্রেটারি মিজিতো বিনিতো বলেন, ‘‌গত ৭০ বছরে পাকিস্তানের বিশ্বকে বলার মতো গৌরব হল সন্ত্রাসবাদ, জনজাতির নির্মূলীকরণ, মৌলবাদের বাড়বাড়ন্ত ও গোপনে পারমাণবিক বাণিজ্য।’ বিনিতো আরও বলেন, ”কাশ্মীরে এখন একটাই সমস্যা, একটাই বিবাদ। সেটা হল, এর কিছুটা অংশ এখনও পাকিস্তান বেআইনিভাবে দখল করে রেখেছে। অবিলম্বে পাকিস্তানের কাছে বেআইনি ভাবে দখল করে রাখা সমস্ত জায়গা খালি করার দাবি জানাচ্ছি আমরা।”

পাকিস্তানকে একহাত নিয়ে বিনিতো আরও বলেন, ‘এই দেশটিকে রাষ্ট্রপুঞ্জ বৃহত্তর সন্ত্রাসবাদীদের আশ্রয়স্থল হিসেবে চিহ্নিত করেছে। এই দেশেই সন্ত্রাসের মূল চক্রী লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ সইদ ও জৈশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহার বহাল তবিয়তে রয়েছে। ‌এই পাকিস্তান এমন দেশ যেখানে একেবারে পরিকল্পিতভাবে হিন্দু, শিখ, খ্রিষ্টানদের গণহত্যা করা হয়। এই দেশই বারবার জঙ্গিদের অস্ত্র, টাকা ও অন্যান্য সবরকমের মদত দেয়। এই পাকিস্তান এমন একটা দেশ যারা রাজ কোষাগার থেকে সন্ত্রাসবাদীদের পেনশন দেয়।’

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.