Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

রক্তাক্ত কাবুল বিশ্ববিদ্যালয়! বন্দুকবাজদের হামলায় হত কমপক্ষে ২৫ জন

নিজস্ব সংবাদদাতা : রক্তাক্ত কাবুল বিশ্ববিদ্যালয় চত্বর। ৩ বন্দুকবাজের হামলায় প্রাণ হারিয়েছে কমপক্ষে ২৫ জন, আহত বহু। সূত্রের খবর, কাবুল বিশ্ববিদ্যালয়ে বইমেলা চলাকালীন এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে ৩ দুষ্কৃতী। তবে ৩জনকেই পাল্টা গুলিতে খতম করেছে নিরাপত্তাবাহিনী। বইমেলার মধ্যে বন্দুকবাজরা হঠাৎ গুলি চালাতে শুরু করলে অনেকেই পাঁচিল টপকে কোনওমতে প্রাণে বেঁচেছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভয়াবহ ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন আফগানিস্তানে ইরানের রাষ্ট্রদূত বাহাদোর আমিনিয়ান। এই বইমেলায় ইরান থেকে এসেছেন ৪০জন প্রকাশক। তাদের সঙ্গে দেখা করতেই বইমেলায় যান ইরানের রাষ্ট্রদূত।

- Sponsored -

নারকীয় এই ঘটনার পর হাই অ্যালার্ট জারি হয়েছে গোটা চত্বরে। নামানো হয়েছে সেনা। ঘটনার দায় এখনও কেউ স্বীকার করেনি। জঙ্গি সংগঠন তালিবানদের তরফে জানানো হয়েছে এই ঘটনায় তারা জড়িত নন। স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে বেশিরভাগই পড়ুয়া। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, কাবুল বিশ্ববিদ্যালয়ে ইরানের বইমেলা চলছিল। সেখানেই এই হামলা চালানো হয়েছে।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.