Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

জোরালো বিস্ফোরণে কাঁপল বেইরুট, মৃত বহু

বেঙ্গল ফাস্ট : লেবাননের রাজধানী বেইরুটে জোরালো বিস্ফোরণ। মঙ্গলবার ভারতীয় সময় রাত ৯টায় জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল রাজধানী শহর। মৃত কমপক্ষে ৭৩। আহত ৪ হাজারের বেশি। তবে মৃত ও আহতদের সংখ্যা ঠিক কত, তা জানা যায়নি। অনুমান করা হচ্ছে ধ্বংসস্তূপের তলায় আরও অনেকেই চাপা পড়ে থাকতে পারে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা যাচ্ছে একটি নয়, বিস্ফোরণ ঘটেছে আসলে দু’টি। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, সমুদ্র বন্দরের কয়েক কিলোমিটার দূর পর্যন্ত ঘরবাড়ি ও দোকান ধ্বংস হয়ে গেছে। ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে একের পর এক মানুষের দেহ। দুমড়ে-মুচড়ে পড়ে রয়েছ শয়ে শয়ে গাড়ি। কম্পনের তীব্রতা টের পাওয়া গেছে ২৪০ কিমি দূরে ভূমধ্যসাগরের সাইপ্রাস দ্বীপপুঞ্জেও। বেইরুটের জোরালো বিস্ফোরণের পরই উদ্ধারকাজে নামে সামরিক বাহিনী এবং রেডক্রসের সদস্যরা। ঘটনার বীভৎসতায় রীতিমতো এক শ্মশানপুরী বেইরুট।

ভয়াবহ বিস্ফোরণের অভিঘাতের পরই জাতির উদ্দেশে ভাষণ দেন লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব। লেবাননবাসীদের আশ্বস্ত করে জানিয়ে দেন, ‘দোষীদের খুঁজে বের করে কঠোরতম শাস্তি দেওয়া হবে। আমি এর শেষ দেখে ছাড়ব।‘ বুধবার জাতীয় শোক দিবসেরও ঘোষণা করেন প্রধানমন্ত্রী হাসান দিয়াব। তিনি আরও জানিয়েছেন, বন্দর এলাকার এক গুদামে ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট মজুত ছিল। তাতেই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিক অনুমান দিয়াবের। তবে এত বিপুল পরিমাণে বিস্ফোরক কীভাবে মজুত হল তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী হাসান দিয়াব। কী কারণে বিস্ফোরণ, তার জন্য তদন্ত কমিটি তৈরি করে দ্রুত পাঁচ দিনের মধ্যেই রিপোর্ট দিতে বলেছেন দিয়াব।

- Sponsored -

বেইরুটের বিস্ফোরণে শোক প্রকাশ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। ভয়াবহ পরিস্থিতিতে সকলেই লেবাননের পাশে রয়েছেন বলেই জানিয়েছেন। সমবেদনা জানিয়ে ট্যুইট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্যুইটে মোদি লেখেন, ‘বেইরুট শহরে বিরাট বিস্ফোরণে প্রাণহানি ও সম্পত্তি নষ্টের ঘটনায় মর্মাহত। মৃতদের পরিবারবর্গ ও আহতদের প্রতি আমাদের প্রার্থনা ও সমবেদনা রইল।’

এরই পাশাপাশি বেইরুটে বসবাসকারী ভারতীয়দের খবরাখবর নেওয়ার জন্য জরুরিকালীন কন্ট্রোল রুম খুলেছে বেইরুটের ভারতীয় দূতাবাস। ট্যুইট করে সাহায্য বার্তা দেওয়া হয়েছে দূতাবাস থেকে।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.