রাজ্যে বেলাগাম করোনা সংক্রমণ, আক্রান্ত ১৪ হাজার ২৮১ জন

নিজস্ব সংবাদদাতা : বাংলায় বেলাগাম করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত ১৪ হাজার ২৮১ জন। শুধুমাত্র কলকাতাতেই আক্রান্ত ২ হাজার ৯৭০। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৫৯ জনের। রাজ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮১ হাজার ৩৭৫। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ৫৮৪ জন। বাংলায় সুস্থতার হার এই মুহূর্তে ৮৭.৩৩ শতাংশ। রাজ্যে পরীক্ষার সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৫৫ হাজার ৬০ জনের।
এদিকে জেলায় জেলায় করোনার বাড়বাড়ন্তে উদ্বেগে রাজ্য প্রশাসন। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ২ হাজার ৮২১ জন, দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত ৮২২। হাওড়াতে আক্রান্ত ৭৯৭, হুগলিতে ৬২৩, পশ্চিম বর্ধমানে ৭৬৮, পূর্ব বর্ধমানে ৪৫২ জন। এর পাশাপাশি নদিয়ায় ৬৩৮, বীরভূমে ৬৯৪, মুর্শিদাবাদে ৫৮৭, মালদায় ৬৬৬জন করোনায় আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে পশ্চিবঙ্গে করোনা আক্রান্ত ৭ লক্ষ ২৮ হাজার ৬১ জন।
Comments are closed.