Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

মর্মান্তিক দুঘর্টনা রেড রোডে! নিয়ন্ত্রণ হারিয়ে ফোর্ট উইলিয়ামের পাঁচিলে ধাক্কা মিনিবাসের, মৃত ১

নিজস্ব সংবাদদাতা : রেলিং ভেঙে ফোর্ট উইলিয়ামের পাঁচিলে ধাক্কা মারল মিনিবাস। রেড রোডে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ১, আহত কমপক্ষে ১৭। করোনার জেরে রাজ্যে দীর্ঘদিন বিধিনিষেধ জারি ছিল। বন্ধ ছিল বাসচলাচল। জুলাইয়ের প্রথম দিনেই বাসচলাচলে অনুমতি দেয় রাজ্য সরকার। আর প্রথম দিনেই রাস্তার ধারের রেলিং ভেঙে পাশের পাঁচিলে ধাক্কা মারে মেটিয়াবুরুজ থেকে হাওড়াগামী একটি মিনিবাস। মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল শহর কলকাতা।

- Sponsored -

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মেটিয়াবুরুজ-হাওড়া রুটের মিনিবাসটি রেড রোডের উপরে উঠে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। প্রথমে এক বাইক আরোহীকে ধাক্কা মারে। তারপর রাস্তার ধারে রেলিং ভেঙে ফোর্ট উইলিয়ামের পাঁচিলে ধাক্কা মারে বাসটি। বাসের নীচে বাইক আরোহী এক পুলিশকর্মী চাপা পড়ে যান। পরে তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত পুলিশকর্মীর নাম বিবেকানন্দ দেব। বয়স ৩৫ বছর। বাড়ি ঝাড়গ্রামে। দুর্ঘটনার জেরে লণ্ডভণ্ড হয়ে যায় মিনিবাসের ভিতরের অংশ। দুমড়ে-মুচড়ে গিয়েছে সিট। ভেঙে গিয়েছে জানলার কাচও। তবে দুর্ঘটনার পর পলাতক বাসের চালক।

দুর্ঘটনার সাথে সাথেই ঘটনাস্থলে এসে বাসে আটকে থাকা যাত্রীদের উদ্ধারে হাত লাগান সেনাবাহিনীর জওয়ান এবং কলকাতা পুলিশের কনস্টেবলরা। আহত যাত্রীদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে। দুটি ক্রেন এনে বাসটিকে সরিয়ে চাপা পড়া পুলিশকর্মীকে উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে আসেন কলকাতার পুলিশ কমিশনা সৌমেন মিত্র। এসএসকেএম হাসপাতালে যান ডিসি ট্র্যাফিক অরিজিৎ সিনহা।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.