রাজধানীর চিত্তরঞ্জন পার্ক কালীবাড়ি এলাকায় দুর্গাপুজোর বৈঠক ঘিরে উত্তেজনা
বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি
দুর্গাপুজোর বৈঠককে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দিল্লির চিত্তরঞ্জন পার্ক কালীবাড়ি এলাকায়। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন উভয়পক্ষেরই বেশ কয়েকজন। জানা গেছে, আজ কালীবাড়ি এলাকায় আসন্ন দুর্গাপুজো নিয়ে বৈঠক ছিল। চিত্তরঞ্জন পার্কে পুজো না করার পক্ষে সওয়াল করেন সভাপতি অসিতাভ ভৌমিক। অন্যদিকে ১০০ জনকে মণ্ডপে প্রবেশের অনুমতি দিয়ে পুজো করার পক্ষে সওয়াল করেন প্রদীপ গঙ্গোপাধ্যায়। তারই লোকজন সভাপতিকে পুজো করার কথা জানাতে চান। এ নিয়ে সভাপতি কী বলেন সেটা শুনতে চান প্রদীপ গঙ্গোপাধ্যায়। অভিযোগ, তাঁদের কথা না শুনেই অসিতাভ ভৌমিক প্রদীপ গঙ্গোপাধ্যায় গোষ্ঠীর উপর হামলা করে। এর আগেও একাধিকবার মারধর এবং অশান্তি পাকানোর অভিযোগ রয়েছে অসিতাভ ভৌমিকের বিরুদ্ধে।
ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরে দ্বন্দ্ব মেটাতে থানার দ্বারস্থ হয় উভয়পক্ষই। ঝামেলা মেটাতে হস্তক্ষেপ করেছে পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তারা।
Comments are closed.