Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

৭৪তম স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা টিম ইন্ডিয়ার

সৌরভ রায়

৭৪তম স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন টিম ইন্ডিয়ার তারকারা। ভারত অধিনায়ক বিরাট কোহলি ট্যুইট করে লিখলেন, “স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা। এগিয়ে চলুক আমার দেশ এই প্রার্থনা করি। বিশেষ করে দেশের সেনা যাঁরা প্রতিমুহূর্তে সামনে থেকে লড়াই করে আমাদের দেশকে রক্ষা করে চলেছেন, তাঁদের শ্রদ্ধা জানাই। জয় হিন্দ।”

প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং ট্যুইটে দেশবাসীকে ৭৪তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে লেখেন, “দেশকে বাঁচাতে সেনারা প্রতিদিন নিজেদের জীবনকে উৎসর্গ করে চলেছেন। দেশের নাগরিক হিসেবে তাঁদের এই ত্যাগকে আমাদের শ্রদ্ধা জানানো উচিত। ২০২০ সালে আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা একসঙ্গে এই কঠিন সময় ঠিক পার করব।”

- Sponsored -

স্বাধীনতা দিবসেও করোনার বিরুদ্ধে লড়াইয়ের কথা দেশবাসীকে মনে করিয়ে দিলেন মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকর। ট্যুইটে তিনি লেখেন, “এবারের ১৫ অগস্ট দিনটা একেবারেই আলাদা। এবার আমাদের সামনে একটাই শত্রু। অদৃশ্য কোভিড-১৯। শৃঙ্খলা মেনে ১.৩ বিলিয়ন দেশবাসী একসঙ্গে আমরা লড়াই করে এই ভাইরাসকে হারিয়ে জয়ী হব।”

দেশের হয়ে ক্রিকেট মাঠে নামার মুহূর্তের ছবি পোস্ট করে রোহিত লিখেছেন, “স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছে। দেশের জার্সি গায়ে চাপিয়ে ক্রিকেট মাঠে নামার চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না।”

স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে রবীন্দ্র জাদেজা লিখেছেন, “দেশের জন্য গর্ববোধ করি। দেশবাসীকে শুভেচ্ছা।”

জাতীয় পতাকা হাতে সমর্থকদের সামনে ব্যাট নিয়ে মাঠে নামছেন। সেই ছবি পোস্ট করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান শিখর ধাওয়ান। শুভেচ্ছা জানিয়েছেন কুলদীপ যাদব, ভিভিএস লক্ষ্মণ, যশপ্রীত বুমরাহ-সহ অন্যান্য ক্রিকেটাররাও।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.