সৃজনশীল শিল্পসৃষ্টির মধ্য দিয়ে বিদ্যাসাগরকে শ্রদ্ধা শিল্পী-শিক্ষকদের
নিজস্ব সংবাদদাতা : শনিবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০১তম জন্মদিবসে সৃজনশীল সৃষ্টির মাধ্যমে ভারতীয় নবজাগরণের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, শিক্ষা ও সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানালেন শিল্পী-শিক্ষকগণ। কালোজিরা, টগর ফুলর পাপড়ি, চায়ের পাতা দিয়ে কিংবা অবয়ব এঁকে শ্রদ্ধা জানালেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে।
চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক দিবেন্দ্যু সাহা কালোজিরা, টগর ফুলের পাপড়ি দিয়ে বিদ্যাসাগরের অবয়ব অংকন করেছেন। এছাড়াও মহিষাগেড়া হাই মাদ্রাসার শিক্ষক নরসিংহ দাস ছোট ছোট পেরেক দিয়ে, পাঁচগেছিয়া জয়রামচক হাইস্কুলের শিক্ষক মণিকাঞ্চন রায় চায়ের পাতা দিয়ে এবং পলাশি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক সৌম্যসুন্দর মহাপাত্র বিদ্যাসাগরের অবয়ব অংকন করে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এঁরা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের তৈরি শিল্পসৃষ্টির ছবি তুলে পোস্ট করেন। শিল্পী-শিক্ষকদের কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা।
Comments are closed.