নতুন সংসদ ভবন তৈরির বরাত টাটা গোষ্ঠীকে

বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি
নতুন সংসদ ভবন তৈরির বরাত পেল টাটা গোষ্ঠী। আজ নয়া সংসদ ভবন তৈরি টেন্ডার খোলা হলে ৮৬১.৯০ কোটি টাকার সর্বনিম্ন দরপত্র দিয়ে টেন্ডার জিতে নেয় টাটা গোষ্ঠী। শুধু টাটা গোষ্ঠীই নয়, লার্সেন অ্যান্ড টুব্রো, সাপুরজি-পালনজি, এনসিসি লিমিটেড-সহ সাতটি সংস্থা এই প্রকল্পের জন্যে দরপত্র জমা দিয়েছিল। লার্সেন অ্যান্ড টুব্রোর ৮৬৫ কোটি টাকার বিডকে হারিয়ে এই বরাত পেল ‘টাটা প্রজেক্টস’। বৃহস্পতিবার কেন্দ্রীয় পূর্ত দফতরের তরফে বরাত ঘোষণা করে টাটা গোষ্ঠীকে জানিয়ে দেওয়া হয়েছে, ওয়ার্ক অর্ডার পাওয়ার ২০-২১ মাসের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করতে হবে। মোট ৯৪০ কোটি টাকা আনুমানিক বরাদ্দ করেছিল কেন্দ্রীয় সরকার। এখনকার বৃত্তাকার ভবনের পাশে পার্লামেন্ট হাউস এস্টেটের ১১৮ নম্বর প্লটে নয়া ভবনটি তৈরি হবে ত্রিভূজাকৃতি।
নতুন সংসদ ভবনের নকশা তৈরি করেন আর্কিটেক্ট বিমল প্যাটেলের ‘এইচসিপি ডিজাইন’ সংস্থা। বিনা টেন্ডারে কেন গুজরাতের এই সংস্থাকে টেন্ডার দেওয়া হয়, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। ত্রিভূজাকৃতি এই নতুন সংসদে থাকবে ৯০০ থেকে ১২০০ সাংসদের বসার আসন। উল্লেখ্য, বর্তমান গোলাকার সংসদ ভবনের নকশা তৈরি করেছিলেন ব্রিটিশ স্থপতি স্যার এডওয়ার্ড লুটিয়েন্স (Edward Lutyens)। ১৯২১ সালে কাজ শুরু হয়ে ৬ বছরে শেষ হয় সংসদ ভবনের নির্মাণ।
নতুন সংসদ ভবন তৈরির পর পুরনোটাকে অন্য কোনও কাজে লাগানো হতে পারে বলে মনে করছেন কেন্দ্রীয় আধিকারিকরা। এর আগে নতুন সংসদ ভবন তৈরি প্রস্তাবে আপত্তি জানালে সরকারের তরফে বিরোধীদের জানানো হয় বহু নির্বাচনী এলাকার পুনর্বিন্যাসের ফলে সংসদ সদস্য সংখ্যা বাড়তে পারে। ফলে পুরোনো সংসদ ভবনে বাড়তি সেই সাংসদদের বসার জায়গা করা সম্ভব নয়। ২১ মাসের মধ্যে নতুন সংসদ ভবনের নির্মাণকাজ শেষ হবে। ২০২২ সালে নতুন সংসদ ভবনে কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।
Comments are closed.