সুরক্ষাবিধি মেনে ফের দর্শনার্থীদের জন্য খুলল তারকেশ্বর মন্দির

নিজস্ব সংবাদদাতা : করোনা সুরক্ষাবিধি মেনে ফের দর্শনার্থীদের জন্য খুলল তারকেশ্বর মন্দির। সকাল সাতটায় মন্দিরের ১ এবং ২নং গেট খুলতেই মন্দিরে ভক্তদের প্রবেশ শুরু হয়। তবে ভক্তদের গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বাবার মাথায় জল ঢালতে হলে চোঙার মাধ্যমে ঢালতে হবে জল। পুজো দেওয়ার সময়ও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। পুজো দেওয়া যাবে সকাল ৭টা থেকে দুপুর ১ টা পর্যন্ত। এদিকে মন্দিরে কোভিডবিধি মেনে ভক্তরা পুজো দিচ্ছেন কিনা তা নজর রাখছে পুরসভা এবং মন্দির কর্তৃপক্ষ।
পুর প্রশাসক স্বপন সামন্ত জানান, ‘ইতিমধ্যেই কোভিডবিধি মেনে মন্দির ও মন্দির-চত্বরে পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্যানিটাইজ করা হয়েছে। মন্দির চত্বরের ব্যবসায়ীদেরও কোভিডবিধি মানার নির্দেশ দেওয়া হয়েছে।সকাল থেকেই মন্দির চত্বরে মাইকিং করে জানানো হচ্ছে করোনাবিধি মেনে অবশ্যই মাস্ক পরে এবং দূরত্ব বিধি মেনে মন্দিরে প্রবেশ করতে হবে।’ করোনার বাড়বাড়ন্তে গত ৯ মে থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল তারকেশ্বর মন্দির।
Comments are closed.