Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

পাঁচ মাস পর খুলল তারকেশ্বর মন্দির, তারকনাথের মাথায় ঢালতে হবে দুধপুকুরের জল

নিজস্ব সংবাদদাতা : স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার খুলল হুগলির তারকেশ্বর মন্দির। প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মন্দির খোলা থাকলেও প্রবেশ নিষিদ্ধ থাকছে গর্ভগৃহে। জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। প্রায় পাঁচ মাস পরে মন্দির খোলার পর খুশি ভক্তদের মধ্যে।

- Sponsored -

করোনা সতর্কতার কারণে তারকেশ্বর মন্দিরে প্রবেশের তিনটি গেট ১৫ মিনিট অন্তর খোলা হচ্ছে। মন্দিরচত্বরে কড়া নজরদারিতে রাখা হয়েছে সিভিক ভলান্টিয়ারদের। গর্ভগৃহে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করার পাশাপাশি মন্দিরে ঢোকার ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। ভক্তদের করোনা সংক্রমণ এড়াতে কর্তৃপক্ষে তরফে চলছে মাইকিং সচেতনতা। এমনকী বাইরে থেকে জল এনেও বিগ্রহে জল ঢালা যাবে না। কেবলমাত্র তারকেশ্বরের দুধপুকুরের জলই ঢালতে হবে তারকনাথের মাথায়।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.