লাদাখে শান্তির পথে হেঁটেই আলোচনা, চিনকে জানাল ভারত
নিজস্ব সংবাদদাতা : লাদাখ পরিস্থিতি নিয়ে মস্কোয় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর বার্ষিক সম্মেলনে মুখোমুখি বৈঠকে বসলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং চিনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল উই ফেঙ্গে। মস্কোর মেট্রোপোল হোটেলে ২ ঘণ্টা ২০ মিনিট ধরে চলা বৈঠকে সীমান্তে উত্তেজনা কমানোর পথ নিয়ে আলোচনা হয়েছে। এতদিন সামরিক স্তরে দফায় দফায় বৈঠকের পরেও সীমান্ত সমস্যার সমাধানে এসে পৌঁছতে পারেনি ভারত ও চিন দুই দেশই। তাৎপর্যপূর্ণভাবে এদিনের বৈঠকের দিকেই তাকিয়ে ছিল আন্তর্জাতিক মহল।
The meeting between Raksha Mantri Shri @rajnathsingh and Chinese Defence Minister, General Wei Fenghe in Moscow is over. The meeting lasted for 2 hours and 20 minutes.
— रक्षा मंत्री कार्यालय/ RMO India (@DefenceMinIndia) September 4, 2020
সীমান্তে যুদ্ধ পরিস্থিতি কাটিয়ে শান্তি বজায় রাখতে গেলে সবচেয়ে আগে দরকার বিশ্বাস। প্রকৃত নিয়ন্ত্রণরেখা তথা এলএসি-তে পারস্পরিক সহাবস্থানেই প্রশমিত হতে পারে উত্তেজনা। হাইপ্রোফাইল এই বৈঠকে চিনা প্রতিরক্ষামন্ত্রীকে এমনটাই জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী।
তিন দিনের সফরে ২ সেপ্টেম্বর মস্কোয় পৌঁছান রাজনাথ সিং। ভারত-চিন সীমান্ত সমস্যার সূত্রপাতের পর থেকেই উত্তাপ নিরসনের চেষ্টা করে যাচ্ছে পুতিনের দেশ। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের ৯টি দেশের মধ্যে ভারত ও রাশিয়ার মতো সদস্য চিনও। আলোচনা টেবিলে দুই প্রতিরক্ষামন্ত্রীর মুখোমুখি উপস্থিতি দুই দেশের মধ্যে লাগাতার উত্তেজনার প্রশমনের উপায় হতে পারে বলেই মনে করা হচ্ছে। বৈঠকে পারস্পরিক সহাবস্থান, শান্তি, বিশ্বাসের উপর জোর দিয়েই যুদ্ধ-পরিস্থিতি নিরসনে জোর দেওয়া হয়েছে। রাজনাথের সঙ্গে এই বৈঠকে ছিলেন প্রতিরক্ষাসচিব অজয় কুমার এবং রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূত ডি বি ভেঙ্কটেশ বর্মাও।
Comments are closed.