Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

প্রশিক্ষিত না হয়েই মহিলাকে টিকা প্রয়োগ! বিতর্কে আসানসোলের প্রাক্তন ডেপুটি মেয়র তবসসুম আরা

নিজস্ব সংবাদদাতা : প্রশিক্ষিত নার্স বা চিকিৎসক না হয়েই এক মহিলাকে করোনা ভ্যাকসিন দিয়ে বিতর্কে আসানসোলের প্রাক্তন ডেপুটি মেয়র তথা প্রশাসক বোর্ডের সদস্য তবসসুম আরা। শনিবার পশ্চিম বর্ধমান জেলার কুলটির সীতারামপুরের চবকা এলাকায় আসানসোল নগর নিগমের ব্যবস্থাপনায় এবং আসানসোল দুর্বার সমিতির প্রচেষ্টায় এক টিকাকরণ শিবিরের আয়োজন করা হয়। আর এই টিকাকরণ কেন্দ্রেই নার্সের হাত থেকে ইঞ্জেকশনের সিরিঞ্জ নিয়ে এক মহিলাকে করোনার টিকা দিচ্ছেন তবসসুম আরা! আর তা দাঁড়িয়ে দেখছেন উপস্থিতি চিকিৎসক আর নার্স।

- Sponsored -

এদিকে আসানসোলের প্রাক্তন ডেপুটি মেয়র তথা প্রশাসক বোর্ডের সদস্য তবসসুম আরার টিকা দেওয়ার খবরে মুখ খুলেছেন আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। ট্যুইট করে তিনি জানিয়েছেন, ‘প্রশাসনের ওপর তৃণমূলের কোনও নিয়ন্ত্রণ নেই। আসানসোল পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য তবসসুম আরা মানুষকে নিজেই টিকা দিচ্ছেন। আর মানুষের জীবন বিপন্ন করে তুলছেন। তাঁর রাজনৈতিক রঙ কি তাঁকে শাস্তির হাত থেকে বাঁচাবে?’

আসানসোল পুরসভার প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য, ‘এই ভাবে যে কেউ ভ্যাকসিন দিতে পারেন না। বিষয়টা দেখছেন তিনি। কোনও রকম অন্যায় বরদাস্ত করা হবে না।’

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.