Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

ফরাসি বিপ্লব রুখে দিয়ে সুইস রূপকথা ইউরো কাপে

সাম্যজিৎ ঘোষ

বুখারেস্টে ইউরোর লড়াইয়ে ফ্রান্সের ছন্নছাড়া ফুটবলের সুযোগ নিয়ে সুইৎজারল্যান্ড টাইব্রেকারে ৫-৪ গোলে জিতে প্রথমবার কোনও বড় টুর্নামেন্টের শেষ আটে উঠল। ৯০ মিনিটে ম্যাচের ফল ৩-৩ ছিল।   বিশ্বকাপ জয়ীদের দলে প্রতিভার ছড়াছড়ি থাকলেও তারা সুইসদের অদম্য লড়াকু ফুটবলের কাছে হার মানল।

- Sponsored -

প্রথমে গোল করে এগিয়ে যায় সুইৎজারল্যান্ড। দ্বিতীয়ার্ধে পরপর দুটি গোল করে ফ্রান্সকে ম্যাচে ফেরান বেঞ্জিমা। এরপর পল পোগবার অসাধারণ গোলে যখন মনে হচ্ছিল ফ্রান্স প্রায় জিতে গেছে তখনই প্রত্যাঘাত করে শাকারা। পরপর দু’গোল করে ৩-৩ করে দেয় সুইসরা। অতিরিক্ত সময়ে গোল না হওয়ায় টাইব্রেকারেই ভাগ্য নির্ধারণ হয় ম্যাচের। অতিরিক্ত সময়ে একাধিক গোলের সুযোগ তৈরি করেছিল ফ্রান্স। কিন্তু এমবাপে-জিরুরা গোল করতে পারেননি। এমবাপে পেনাল্টি নষ্ট করেন। তাঁর শট বাঁচান সুইজারল্যান্ডের গোলকিপার ইয়ান সমার। এখনও পর্যন্ত  টুর্নামেন্টের সবচেয়ে অঘটন ঘটিয়ে শেষ আটে গেল সুইসরা।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.