সুইডিশ গোলরক্ষক রবিন ওলসেনের দাপটে জয় অধরা স্পেনের
নিজস্ব সংবাদদাতা : ইউরোয় প্রথম ম্যাচে জয় অধরাই রয়ে গেল স্পেনের। সুইডেনের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল। ঘরের মাঠ সেভিয়ার লা কার্তুজায় ‘ই’ গ্রুপের ম্যাচে মাঠে নেমেছিল স্পেন-সুইডেন। দুই দলকেই এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হল। পুরো ম্যাচে ৮৫ শতাংশ সময় বল দখলে রাখে স্পেন। আর স্পেনের একচ্ছত্র দাপটের মধ্যে অবিশ্বাস্য কিছু সেভ করেছেন সুইডিশ গোলরক্ষক রবিন ওলসেন। মূলত ওলসেনের জন্যই গোল থেকে বঞ্চিত রয়ে গিয়েছে স্পেন।
৬১ মিনিটে সুইডিশদের হয়ে গোলের মোক্ষম সুযোগ পেয়েছিলেন আলেকজান্ডার ইসাক। কিন্তু, সেই সুযোগ তারা কাজে লাগাতে পারেনি। বক্সের মধ্যেই স্প্যানিশ ডিফেন্ডার মার্কোস লোরেন্টের গায়ে লেগে বল পোস্টে গিয়ে লাগে। দ্বিতীয়ার্ধের শুরুতেও মার্কাস বার্গ বক্সের মধ্যে সুযোগ পেয়েছিলেন দলকে এগিয়ে দেওয়ার। সেটাও লক্ষ্যভ্রষ্ট হয়। এদিকে সুইডেনের অর্ধে একের পর এক আক্রমণের ঝড় তোলে স্পেন। স্ট্রাইকারদের ব্যর্থতায় গোলের খাতাই খুলতে পারল না লা রোহো-রা। স্পেনের হয়ে ম্যাচের একেবারে ৯০ মিনিটে এসে একটা সুযোগ অবশ্য পেয়েছিলেন মোরাতা। সুইডিশ গোলরক্ষক রবিন ওলসেনকে একা পেয়েও বল বাইরে পাঠিয়ে দেন তিনি।
Comments are closed.