করোনা আক্রান্ত রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী
নিজস্ব সংবাদদাতা: করোনা আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তাঁর মা গায়ত্রী অধিকারী। গত কয়েকদিন ধরেই শুভেন্দুুুুু বাবু এবং তাঁর মায়ের শারীরিক দুর্বলতা থাকায় কোভিড টেস্ট করা হয়। বৃহস্পতিবার রাতে করোনা পরীক্ষার রিপোর্ট আসলে দেখা যায় মা ও ছেলে দুজনেই পজিটিভ। তড়িঘড়ি শুভেন্দুবাবুর মাকে ভর্তি করা হয় কলকাতার অ্যাপোলো হাসপাতালে। তাঁর মায়ের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। সূত্রের খবর, আজ অ্যাপোলোতে ভর্তি হতে পারেন শুভেন্দু অধিকারী।
প্রিয় নেতা করোনা আক্রান্ত হওয়ায় চিন্তিত শুভেন্দুবাবুর গুণমুগ্ধরা। শারীরিক খোঁজখবর নেওয়া হয় বাড়িতে থাকা বর্ষীয়ান সাংসদ শিশির অধিকারীরও। করোনা পজিটিভ রিপোর্ট আসার পরেই শুভেন্দু অধিকারী কোলাঘাটের সরকারি গেস্ট হাউসে আইসোলেশনে চলে যান।
Comments are closed.