খেজুরির সভা থেকে প্রাক্তন দলনেত্রীকে টার্গেট শুভেন্দু অধিকারীর, নাম করে আক্রমণ অভিষেককেও

নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার খেজুরির সভা থেকে চাঁচাছোলা ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। গতকালের মুখ্যমন্ত্রীর সভার পর আজ খেজুরির সভা থেকে প্রাক্তন দলনেত্রীকে টার্গেট করে শুভেন্দু বললেন, ‘মমতা রাজনৈতিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। গত পাঁচ বছরে নন্দীগ্রামের কথা মনে পড়েনি। কার ভরসায় আপনি নন্দীগ্রামে দাঁড়াবেন? ৬২ হাজারের ভরসায়? আর পদ্ম জিতবে ২ লাখ ১৩-র ভরসায়। আমরা লড়তে জানি, জিতবই। মাননীয়া আপনি আর যাই করুন না কেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর লেটার হেড ছাপিয়ে রাখবেন, কাজে লাগবে।’
পাশাপাশি নজিরবিহীনভাবে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। খেজুরির সভা থেকে বললেন, ‘একটা তোলাশ্রী পুরস্কার হবে। সেটা পাবে ওঁর ভাইপো। তোলাবাজ অভিষেক ব্যানার্জি। তোলাবাজ ভাইপো হটাও। গরু চোর, কয়লা চোর, বালি চোর ভাইপো হটাও। একটাই লক্ষ্য- তোলাবাজ ভাইপোকে হটানো।’
Comments are closed.