“নীতিবিরুদ্ধ কাজ করি না”, রামনগরের সভায় বললেন শুভেন্দু অধিকারী
নিজস্ব সংবাদদাতা: রামনগরে সমবায় সপ্তাহের সভায় মিনিট কুড়ির বক্তব্যে নিজের অবস্থান স্পষ্ট করলেন না শুভেন্দু অধিকারী। এদিন রামনগরের মেগা শোতে শুভেন্দু অধিকারী বলেন, “নীতি আদর্শ বিসর্জন দিয়ে কাজ করার লোক আমরা নই। আমি বলেছিলাম মেগা শো হবে। সেটা সমবায়ের মেগা শো। এই মঞ্চে আমি রাজনৈতিক কথা বলব বলেই মনে করেছিলেন অনেকে। তাঁদের ছড়ানো খবরের দায়িত্ব তাঁদেরই নিতে হবে, আমি নেব না।”
এদিনের এই মেগা শোকে ঘিরেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছিল। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছিল দলবদল নিয়ে প্রবল জল্পনার মধ্যেই শুভেন্দু তাঁর রাজনৈতিক অবস্থান স্পষ্ট করবেন। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে চমকে দিলেন বিরোধীদের। সমবায় মঞ্চের ভিড়ে ঠাসা সভা থেকে শুভেন্দু জানালেন, “আমি এখনও একটা দলের প্রাথমিক সদস্য। আমাকে পরিবহনমন্ত্রী করেছেন মুখ্যমন্ত্রী। উনিও আমায় তাড়ায়নি। আমিও কোথাও যাইনি।”
পাশাপাশি এও জানান তিনি, “১৯৯৬ সাল থেকে আমি সমবায় আন্দোলনের সঙ্গে যুক্ত। পয়সার জন্য নয়, মানুষের কাজ করা আমার নেশা। একদিন দুদিনের লোক নই তো আমি। বসন্তের কোকিল নই আমি। সকলের সঙ্গে আত্মিক যোগাযোগ আছে। কোভিডে থাকি, লকডাউনে মানুষের পাশে ছিলাম, আমফানেও থাকি। তাই বলছি ঘরে নয় আমি মাঠে থাকি।”
Comments are closed.