অবসরের পর দেশের ক্রিকেটের উন্নয়নে বিশেষ পরিকল্পনা রায়নার
বেঙ্গল ফাস্ট : ভারতীয় ক্রিকেটের উন্নতির জন্য কাজ করতে আগ্রহী সুরেশ রায়না। দেশের অন্যান্য প্রান্তের তুলনায় ক্রিকেটে অনেকটা পিছিয়ে জম্মু ও কাশ্মীর। গুলির শব্দেই সেখানে সাধারণের ঘুম ভাঙে। তাই সেই পরিবেশ থেকে ক্রিকেটার হয়ে ওঠার চ্যালেঞ্জটা অত্যন্ত কঠিন। আর ঠিক এই ক্ষেত্রেই সাহায্য করতে ইচ্ছুক বাঁ-হাতি ব্যাটসম্যান। জম্মু ও কাশ্মীরের DGP দিলবাগ সিংকে ইতিমধ্যেই লিখিতভাবে নিজের ইচ্ছের কথা জানিয়েছেন। পিছিয়ে পড়া বাচ্চাদের ক্রিকেট খেলায় উদ্বুদ্ধ করতে চাওয়ার প্রস্তাব দিয়েছেন রায়না।
নিজের ক্রিকেট কেরিয়ারের ১৫ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভূস্বর্গে তরুণদের ব্যাট-বল হাতে তুলে নিতে উৎসাহ দিতে চান তিনি। চিঠিতে তিনি বলেছেন, জম্মু ও কাশ্মীরের প্রত্যন্ত গ্রাম, স্কুল, কলেজ থেকে প্রথমে প্রতিভা বাছাই করে তাদের একসঙ্গে প্রশিক্ষণ দেবেন তিনি। যাতে তারাই ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটের মুখ উজ্জ্বল করে।
উল্লেখ্য গত ১৫ অগস্ট ধোনির সঙ্গে অবসর ঘোষণা করেছেন রায়না। এখন আসন্ন আইপিএলের জন্য সংযুক্ত আরব আমিরশাহীতে (UAE) রয়েছেন রায়না। কোয়ারেন্টাইন পিরিয়ড কাটলেই নেমে পড়বেন প্র্যাকটিসে।
Comments are closed.