করোনা মহামারীতে মহরমের তাজিয়ায় ‘না’ শীর্ষ আদালতের

নিজস্ব সংবাদদাতা : করোনা আবহে মহরমের শোভাযাত্রা করা যাবে না, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। মহরমে শোভাযাত্রার অনুমতি চেয়ে সইদ কালবে জাভেদ নামে এক ব্যক্তির করা জনস্বার্থ মামলা খারিজ করল শীর্ষ আদালত। শর্তসাপেক্ষে পুরীর রথযাত্রায় অনুমতি দিয়েছিল সুপ্রিম কোর্ট, আবার মুম্বইয়ে ‘পরিশান’ উৎসবের জন্য জৈন সম্প্রদায়কেও ছাড় দেওয়া হয়েছিল, তেমনই মহরমের তাজিয়া বের করার ক্ষেত্রেও অনুমতি দিক সুপ্রিম কোর্ট। আবেদন জানায় সইদ কালবে জাভেদ।
শীর্ষ আদালত সেই যুক্তি খারিজ করে জানায়, দু’টি ক্ষেত্রে সুনির্দিষ্ট এলাকার জন্য কিছু ছাড় দেওয়া হয়েছিল। সেই ছাড় সারা দেশজুড়ে কার্যকরী ছিল না। পুরীর রথযাত্রা প্রসঙ্গে প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে বলেন, ‘‘ওই রথ একটি মাত্র শহরের নির্দিষ্ট একটি স্থান থেকে বার হয়। একটি নির্দিষ্ট রুট ধরে যায়। সেক্ষেত্রে রথযাত্রায় ঝুঁকির মাত্রা আঁচ করা যায়। কিন্তু সমস্যা হল, আপনি সারা দেশের জন্য একটি রায় দেওয়ার আর্জি জানিয়েছেন। কিন্তু গোটা দেশে মহরমের তাজিয়ার জন্য একই রকম নির্দেশ দেওয়া সম্ভব নয়। মহরমের শোভাযাত্রায় অনুমতি দেওয়া হলে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হবে।’’
আবেদনকারী সইদ কালবে জাভেদ শিয়া মুসলিমদের জন্য লখনউতে মহরমের শোভাযাত্রার অনুমতিও চায়। সুপ্রিম কোর্টের তরফে আবেদনকারীকে জানানো হয়, চাইলে হাইকোর্টে এ বিষয়ে মামলা করতে পারেন তিনি। পাশাপাশি পিটিশন প্রত্যাহার করে নেওয়ারও অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট।
Comments are closed.