সংসদের মতো সতর্কতা অবলম্বন করে চালু হোক সুপ্রিম কোর্ট-হাইকোর্ট : কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি
করোনার কারণে দীর্ঘদিন বন্ধ রাখা হয়েছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের শুনানি। যদিও জরুরি ভিত্তিতে কিছু মামলার শুনানি করা হচ্ছে। এদিকে করোনা আবহের মধ্যেই সোমবার থেকে শুরু হল সংসদের বাদল অধিবেশন। সামাজিক দূরত্ব মেনে এবং সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েই চালু করা হয়েছে বাদল অধিবেশন। নির্দিষ্ট দূরত্বে সংসদদের যেমন বসার জায়গা করা হয়েছে, তেমনই ভিন্ন সময়ে দুটি কক্ষে কাজ হাওয়ার রীতিও নেওয়া হয়েছে। প্রথম দিনটি ছাড়া বাকি দিনগুলোতে সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত রাজ্যসভা এবং দুপুর তিনটে থেকে সন্ধে সাতটা পর্যন্ত লোকসভার কাজ হবে।
প্রথম দিন সংসদের কাজ দেখে যেমন প্রশংসা করলেন এ রাজ্যের সাংসদ দিলীপ ঘোষ, তেমনই সুর শোনা গেল তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। আইনজীবী তথা সাংসদ এই পদ্ধতি মেনেই হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টগুলিতে স্বাভাবিক শুনানির কাজ শুরু করার আবেদন জানান। সংবাদমাধ্যমের দ্বারা তিনি রাজ্য এবং দেশের শীর্ষ আদালতের রেজিস্ট্রার জেনারেলকে আবেদন জানান তাঁরা যেন এসে সংসদের প্রস্তুতি খতিয়ে দেখেন। তাঁর দাবি “দীর্ঘদিন জীবন থমকে থাকতে পারে না… সাধারণ মানুষ বিচার পাচ্ছেন না।” উল্লেখ্য, করোনা ভাইরাস এবং লকডাউনের জন্য বন্ধ করে দেওয়া হয় আদালতগুলির প্রত্যক্ষ শুনানি। অনলাইনের মাধ্যমে শুনানি চালু করা হয়েছে।
Comments are closed.