কেন্দ্রকে অক্সিজেন সরবরাহ ও টিকাকরণে নির্দিষ্ট জাতীয় পরিকল্পনার নির্দেশ সুপ্রিম কোর্টের

নিজস্ব সংবাদদাতা : দেশের বর্তমান করোনা পরিস্থিতিতে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ গ্রহণ করল শীর্ষ আদালত। কেন্দ্রীয় সরকারকে অক্সিজেন সরবরাহ ও টিকাকরণে নির্দিষ্ট জাতীয় পরিকল্পনা নেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এ বিষয়ে কেন্দ্রকে একটি নোটিশও জারি করেছে দেশের শীর্ষ আদালত। বুধবার প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়েছে, দেশে টিকাকরণের প্রক্রিয়া এবং তার ধরণ সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলিও বিবেচনা করে দেখবে সুপ্রিম কোর্ট। একইসঙ্গে মহামারীর মধ্যে হাইকোর্টগুলি লকডাউনের ঘোষণা করতে পারে কিনা, সে দিকটিও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ। পাশাপাশি অত্যাবশ্যকীয় ওষুধের ক্ষেত্রেও নির্দিষ্ট পরিকল্পনা করুক কেন্দ্র। নির্দেশ শীর্ষ আদালতের।
Comments are closed.