ধর্মীয়স্থান খোলা নিয়ে আবেদন খতিয়ে দেখতে সম্মত শীর্ষ আদালত
বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি
করোনা ভাইরাসের কারণে বন্ধ থাকা ধর্মীয়স্থানগুলি খোলা নিয়ে আবেদন খতিয়ে দেখতে সম্মত হল সুপ্রিম কোর্ট। ‘গীতার্থ গঙ্গা ট্রাস্ট’-এর দায়ের করা মামলার শুনানিতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের থেকে এ বিষয়ে জবাব চাইল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদের বেঞ্চ। নাগরিকদের তথা ধর্মবিশ্বাসী মানুষদের মৌলিক অধিকার বজায় রাখতে ধর্মীয়স্থানগুলি খোলার দাবি জানানো হয় আবেদনে। আরও বলা হয় প্রত্যেক ভারতবাসীর ধর্মবিশ্বাস যেন অটুট থাকে সে বিষয়েও উদ্বিগ্ন আবেদনকারীরা।
আবেদনে বলা হয়েছে ধর্মীয় জমায়েত নয়, কঠোর নিয়ম মেনে যাতে ধর্মবিশ্বাস অক্ষুণ্ণ থাকে তা নিয়ে চিন্তিত তারা। মামলার আবেদনে এবারও বলা হয়েছে যেখানে অন্যান্য অর্থনৈতিক কার্যকলাপগুলিতে অনুমতি দেওয়া হয়েছে সেখানে ধর্মীয় স্থানগুলি খোলার অনুমতি না দেওয়া বঞ্চনা। মামলাকারীদের তরফে বলা হয় করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ধর্মীয় স্থানগুলি পুরোপুরি বন্ধ রাখা প্রয়োজনীয় নয়। আবেদনকারীরা জানান বরং সরকারের দেওয়া নিয়মাবলী জারি রেখে যাতে ধর্মীয় স্থানগুলি খুলে দেওয়া যায়, সেটাই প্রয়োজনীয়।
Comments are closed.