Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

উত্তর-পূর্ব দিল্লির হিংসায় সাপ্লিমেন্টরি চার্জশিট পেশ, নাম ইয়েচুরি-সহ বেশ কয়েকজনের

শুভাশিস মণ্ডল

ফেব্রুযারিতে উত্তর-পূর্ব দিল্লির সাম্প্রদায়িক হিংসায় সাপ্লিমেন্টরি চার্জশিট পেশ করল দিল্লি পুলিশ। শনিবার পেশ করা ওই চার্জশিটে নাম রয়েছে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, স্বরাজ পার্টির প্রধান যোগেন্দ্র যাদব, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপিকা জয়তী ঘোষ, দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অপূর্বানন্দ ও পরিচালক রাহুল রায়ের নাম। দিল্লির হিংসার পিছনে এঁরা ষড়যন্ত্র করেছেন বলে দাবি পুলিশের। চার্জশিটে উল্লেখ এঁরা আন্দোলনকারীদের ‘উস্কানি’ দিয়েছিলেন। দিল্লি পুলিশের দাবি, জেএনইউ-এর পড়ুয়া দেবাঙ্গনা কলিতা ও মহেশ নরওয়াল, জামিয়ার ছাত্রী গুলফিসা ফাতিমার জবানবন্দির ভিত্তিতে চার্জশিটে নাম রয়েছে এঁদের।

দিল্লি পুলিশের দাবি, ‘পিঞ্জরা তোড়’ আন্দোলনে যুক্ত ছাত্রী দেবাঙ্গনা, ছাত্র মহেশ নরওয়াল, জামিয়ার ছাত্রী গুলফিসা ফাতিমা হিংসার সঙ্গে পরোক্ষভাবে জড়িত। সিএএ-এনআরসি বিরোধী আন্দোলনে দিল্লির বিভিন্ন জায়গায় এঁদের পিছন থেকে সহায়তা করেছেন এই বিশিষ্টজনেরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের সময় দেশের ভবমূর্তি ‘কলঙ্কিত’ করার চেষ্টাই ছিল এঁদের মূল উদ্দেশ্য। এছাড়াও সিএএ বিক্ষোভের সঙ্গে জড়িত থাকার কথা উল্লেখ রয়েছে ভীম আর্মি প্রধান ছন্দ্রশেখর, জেএনইউয়ের প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদ, প্রাক্তন বিধায়ক মতিন আহমেদ ও আমানাতুল্লাহ খানের।

 

- Sponsored -

এদিকে দিল্লি পুলিশ ও কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। এক বিবৃতিতে সূর্যকান্ত মিশ্র জানিয়েছেন, ‘গত ফেব্রুয়ারি মাসে দিল্লি হিংসার তদন্তের নামে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশ সম্পূর্ণ অবৈধ ভাবে বিশিষ্ট বুদ্ধিজীবী, সমাজকর্মী, চিকিৎসক, অধ্যাপক, দাঙ্গায় আক্রান্ত মানুষের বিরুদ্ধে সাজানো মামলা দায়ের করছে। এখন ওই মামলার অতিরিক্ত চার্জশিটে সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, অর্থনীতিবিদ জয়তী ঘোষ, অধ্যাপক অপূর্বানন্দ, সমাজকর্মী যোগেন্দ্র যাদব, তথ্যচিত্র নির্মাতা রাহুল রায়ের নামে ভিত্তিহীন অভিযোগ দায়ের করা হয়েছে। সাক্ষ্যপ্রমাণ বিকৃত করে, রাজনৈতিক প্রভুদের নির্দেশে মনগড়া এই অভিযোগ দায়ের করা হয়েছে। সিএএ-এনআরসি বিরোধী আন্দোলনকারীদের কণ্ঠস্বর দমন করতে কেন্দ্রের সরকার তৎপর। ফ্যাসিস্তসুলভ পদক্ষেপ নিয়ে তারা গণতন্ত্রকে আক্রমণ করতে চাইছে।’

দিল্লির হিংসায় বিজেপি নেতা কপিল মিশ্রের নাম না থাকায় তোপ দেগেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। নিজের ট্যুইটার হ্যান্ডেলে মহুয়া লেখেন, ‘‌‘দিল্লি হিংসার ঘটনায় পেশ করা চার্জশিটে কপিল মিশ্রর নাম নেই। অথচ ইয়েচুরি এবং যোগেন্দ্র যাদবের নাম র‌য়েছে। আমার মনে হয়, এরপর বিজেপি হয়তো নতুন করে ইতিহাস লিখবে। আর সেখানে গুজরাত দাঙ্গার জন্য নেহরুকে দায়ী করা হবে।‌’‌’‌

বিজেপি নেতা কপিল মিশ্র

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তপ্ত হয় রাজধানী। সাম্প্রদায়িক হিংসার আকার নেয় প্রতিবাদ। শুরু হয় সাম্প্রদায়িক হিংসা। দিল্লির সংঘর্ষে ৫৩ জনের মৃত্যু হয়। আহত হন প্রায় ছ’শোর কাছাকাছি মানুষ। ওইসময় সিএএ-র বিরুদ্ধে আন্দোলনকারীদের সম্পর্কে বিজেপি নেতা কপিল মিশ্র উসকানিমূলক মন্তব্য করার পরেই হিংসা ছড়িয়ে পড়ে। তবে কপিলের বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা দিল্লি পুলিশ না নেওয়ায় উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই সাপ্লিমেন্টরি চার্জশিটে দেশজুড়ে দিল্লি পুলিশের ভূমিকা নিয় প্রশ্ন উঠতে শুরু করেছে। 

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.