Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

আজ ঋদ্ধি-ওয়ার্নারের সামনে বিরাট চ্যালেঞ্জ, জিতলে প্রতিপক্ষ দিল্লি

অমিয় রায়

পরপর তিনটে ম্যাচ জিতে IPL 2020-র প্লে অফে উঠেছে সানরাইজ়ার্স হায়দরাবাদ। আজ এলিমিনেটর পর্বে তাদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে হবে। অন্যদিকে পরপর চারটে ম্যাচে হেরে গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবুও নেট রানরেট বেশি থাকার কারণে তারা প্লে-অফে জায়গা পেয়েছে। প্রায় সপ্তাহ দুয়েক আগে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তারা শেষ ম্যাচ জিতেছিল। আরসিবি দলের তরুণ ওপেনার জস ফিলিপস (পাঁচ ম্যাচে ৭৮ রান) এখনও তেমন কিছু করে দেখাতে পারেননি। সেকারণেই আশা করা হচ্ছে, ওপেন করার জন্য অ্যারন ফিঞ্চকে ফিরিয়ে আনা হবে। সঙ্গে অবশ্যই থাকবেন দেবদত্ত পাল্লিকাল (১৪ ম্যাচে ৪৭২ রান)। এখনও পর্যন্ত দেবদত্ত ওপেনার হিসেবে যথেষ্ট ভালো পারফর্ম করেছেন। বিগত কয়েকটা ম্যাচে বিরাট কোহলির (১৪ ম্যাচে ৪৬০ রান) স্ট্রাইক রেট আতশ কাচের তলায় নিয়ে আসা হচ্ছে। আজ তাঁকে এবি ডি’ভিলিয়ার্সের (১৪ ম্যাচে ৩৯৮ রান) সঙ্গে জুটি বেঁধে মিডল অর্ডারকে মজবুত করতে হবে। সেইসঙ্গে ক্রিস মরিস এবং শিবম দুবেকে লোয়ার মিডল অর্ডারে নেমে আরও তাড়াতাড়ি রান তোলার দরকার আছে।

- Sponsored -

সানরাইজার্স দলের দুই ওপেনার ডেভিড ওয়ার্নার (১৪ ম্যাচে ৫২৯ রান) এবং ঋদ্ধিমান সাহা (৪ ম্যাচে ২১৪ রান) দারুণ ফর্মে রয়েছেন। মুম্বইয়ের বিরুদ্ধে এই দুই ব্যাটসম্যানই দলের জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখেন। মিডল অর্ডারে মণীশ পাণ্ডে (১৪ ম্যাচে ৩৮০ রান) এবং কেন উইলিয়ামসন (১০ ম্যাচে ২০০ রান) নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। বলের দায়িত্বে রয়েছেন প্রিয়ম গর্গ এবং জেসন হোল্ডার (১০ উইকেট)। উল্লেখ্য আজ হায়দরাবাদ বা আরসিবি এর মধ্যে যারা জিতবে তাদের দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলতে হবে। তারপর ফাইনালে আবার সেই মুম্বই ইন্ডিয়ান্সের সামনেই তাদের পড়তে হবে।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.