টিম আরসিবির জার্নি শেষ, রবিবার দিল্লির সামনে হায়দরাবাদ
অমিয় রায়
পরপর টানা পাঁচটা ম্যাচ হেরে আইপিএল থেকে বিদায় নিতে হল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। টি-২০ ক্রিকেটে ৩৩তম অর্ধশতরান করেন কেন উইলিয়ামসন। তবে তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন অলরাউন্ডার জেসন হোল্ডার। মূলত এই দুই ব্যাটসম্যানের দৌলতেই ব্যাঙ্গালোরকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে পৌঁছে গেল সানরাইজ়ার্স হায়দরাবাদ। আগামী রবিবার দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে সানরাইজ়ার্স হায়দরাবাদ। যে দল জিতবে আগামী মঙ্গলবার মুম্বইয়ের বিরুদ্ধে তাদের ফাইনাল খেলতে হবে।
টসে জেতে সানরাইজ়ার্স হায়দরাবাদ। তারাই প্রথমে ব্যাঙ্গালোরকে ব্যাট করতে পাঠায়। হায়দরাবাদ দলের অলরাউন্ডার জেসন হোল্ডারের তিন উইকেট নেওয়ার সুবাদে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৩১ রানে আটকে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
ব্যাঙ্গালোরের হয়ে সবথেকে বেশি রান করেন এবি ডি’ভিলিয়ার্স (৫৬)। আচমকা ওপেন করতে নামেন বিরাট কোহলি। সঙ্গে ছিলেন দেবদত্ত পাল্লিকাল। এদিন ম্যাচে বাদ দেওয়া হয়েছিল জস ফিলিপকে। তাঁর বদলে তিন নম্বরে ব্যাট করতে নামেন অ্যারন ফিঞ্চ। কিন্তু, এই পরীক্ষা একেবারেই কাজে আসেনি। প্রথম চার ওভারের মধ্যেই কোহলি এবং দেবদত্ত প্যাভিলিয়নে ফিরে যান। ফিঞ্চ অবশ্য ৩০ বলে ৩২ রান করেন।
১৩২ রান তাড়া করতে নেমে পঞ্চম উইকেটে ৬৫ রানের পার্টনারশিপ গড়ে তোলেন কেন উইলিয়ামসন এবং জেসন হোল্ডার। ব্যাট হাতে ব্যাঙ্গালোরের ক্রিকেটাররা ব্যর্থ হওয়ার পর মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল এবং অ্যাডাম জাম্পা বিরাট ব্রিগেডকে ম্যাচে ফেরত আনার চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁদের চেষ্টা কাজে আসেনি। ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় হায়দরাবাদ। উল্লেখ্য এদিন বাংলার ঋদ্ধিমান সাহার চোট থাকায় তিনি খেলতে পারেননি। তার বদলে প্রথম একাদশে এবারের আইপিএলে প্রথম ম্যাচে সুযোগ পান আর এক বঙ্গ সন্তান শ্রীবৎস গোস্বামী। তবে হায়দরাবাদের হয়ে ওপেনিং করতে নেমে ০ রানেই আউট হয়ে ফিরে যান শ্রীবৎস। এদিন ৪৪ বলে ৫০ রান করেন কেন উইলিয়ামসন। অন্যদিকে হোল্ডারও ২০ বলে ২৪ রান করেন। ১৯.৪ ওভারে চার উইকেট হারিয়ে সানরাইজার্স হায়দরাবাদ ১৩২ রান করে জিতে নেয় ।
Comments are closed.