লড়াই করেও শেষরক্ষা হল না, লাস্ট বয় মাহি
অমিয় রায়
চেষ্টা করেও পারলেন না ক্লান্ত-শ্রান্ত মহেন্দ্র সিং ধোনি। দৌড়ে হাঁপিয়ে গেলেন কিংবদন্তি। ফলে ব্যর্থ হল দলও। সবমিলিয়ে হলুদ শিবিরের জন্য যে সময়টা ভালো যাচ্ছে না, তা আর বলার অপেক্ষা রাখে না। শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দরাবাদ। কোনও রান না করে সাজঘরে ফিরে যান হায়দরাবাদের ওপেনার জনি বেয়ারস্টো। ২৯ বলে ২৮ রান করেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ২১ বলে ২৯ রান করেন মনীশ পাণ্ডে। তবে শেষদিকে দুর্দান্ত ব্যাটিং করেন সানরাইজার্স হায়দরাবাদের তরুণ ব্যাটসম্যান প্রিয়ম গর্গ ও অভিষেক শর্মা। ২৬ বলে ৫১ রানের দারুণ ইনিংস খেলেন গর্গ। ছটি চার ও একটি ছক্কা হাঁকান। ২৪ বলে ৩১ রান করেন শর্মা। দুই ক্রিকেটারের মধ্যে ৭৭ রানের পার্টনারশিপ হয়। ম্যাচ ঘুরে যায় এখানেই। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান করে হায়দরাবাদ।
১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা হতাশাজনক হয় চেন্নাই সুপার কিংসের। ১ রান করে আউট হন সিএসকে ওপেনার শেন ওয়াটসন। ৮ রান করেন আম্বাতি রায়ডু। ৩ রান করে আউট হন কেদার যাদব। ২২ রান করে আউট হন ফাফ ডু প্লেসিস। ৫০ রান করলেও সেভাবে চালিয়ে খেলতে পারেননি রবীন্দ্র জাদেজা। ৩৬ বলে ৪৭ রানের ইনিংসে মাত্র চারটি চার ও একটি ছক্কা হাঁকান অধিনায়ক এমএস ধোনি। তুমুল গরমে দৌড়ে হাঁপিয়ে যান মাহি। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৭ রানে শেষ হয় চেন্নাইয়ের ইনিংস। ফলে পরপর তিন ম্যাচে হেরে এখন লিগ টেবিলে সবার শেষে মাহির সিএসকে।
Comments are closed.