দিল্লিতে রাজ্যপালের সাংবাদিক বৈঠককে সমালোচনা সুজন চক্রবর্তীর

শোভাঞ্জন দাশগুপ্ত
দিল্লিতে রাজ্যপাল জগদীপ ধনকরের সাংবাদিক সম্মেলনের সমালোচনা করলেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, ‘রাজ্যপাল রাজনৈতিক ব্যক্তির মতো আচরণ করতে পারেন না। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করতেই পারেন কিন্তু সেক্ষেত্রেও সাংবাদিক সম্মেলন করার প্রয়োজনীয়তা ছিল না। রাজ্যপালের কাজ সাংবাদিক সম্মেলন করা নয়। দিল্লিতে গিয়ে সাংবাদিক সম্মেলন করে পশ্চিমবঙ্গের বিরুদ্ধ বিষোদ্গার করাটা পশ্চিমবাংলার বিজেপির কাজ হতে পারে, এটা রাজ্যপালের কাজ নয়। এ পথ ঠিক নয়। আমরা এটাকে সমর্থন করি না।’
এদিন রাজ্য সরকারের সমালোচনার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন সুজন চক্রবর্তী। তিনি বলেন, ‘তৃণমূল সরকার এই রাজ্যে বিরোধীদের সঙ্গে যে কাজটা করছে, বিজেপিশাসিত রাজ্যে একই কাজ করা হচ্ছে। কিন্তু কেন্দ্রীয় সরকার সে ব্যাপারে কোনও দৃষ্টিপাত করছেন না।’ তিনি আরও বলেন, ‘পশ্চিমবঙ্গে যেমন আইনের শাসন নেই এটা যতটা সত্য, তেমনই গুজরাত, উত্তরপ্রদেশ এবং ত্রিপুরাতেও একই। কোনও সন্দেহর ব্যাপার নেই। তৃণমূলকে বিপদে ফেলতে তৃণমূলের বিরোধিতা করতে হবে না। চিটফান্ডের অপরাধীদের বিরুদ্ধে যথাযথ তদন্ত করলে এখানে তৃণমূল দলটাই উঠে যেত। মোদি-শাহ তৃণমূলকে সুযোগ করে দিচ্ছে। আর রাজ্যপাল বাইরে গিয়ে পশ্চিমবঙ্গের বদনাম করছে। এতে কার লাভ হচ্ছে? এটা কখনও গ্রহণযোগ্য নয়।’
Comments are closed.