Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

পথ দুর্ঘটনায় প্রয়াত মেদিনীপুরের কেবল টিভি ও বৈদ্যুতিন সংবাদ জগতের পুরোধা সুবীর সামন্ত

নিজস্ব সংবাদদাতা : মর্মান্তিক পথদুর্ঘটনায় আহত হয়ে অকালেই প্রয়াত হলেন মেদিনীপুরের কেবল টিভি ও বৈদ‍্যুতিন সংবাদ জগতের পুরোধা ব্যক্তিত্ব সুবীর সামন্ত। মৃত‍্যুকালে বয়স হয়েছিল ৫৪ বছর। বুধবার রাতে চব্বিশ পরগনা থেকে নিজেদের ফোটোগ্রাফি সংগঠনের কর্মসূচি শেষ করে কোলাঘাটে ঢোকার মুখে রাত সাড়ে এগারোটা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর গাড়ি রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি দশ চাকার নির্মীয়মাণ গাড়িকে ধাক্কা মারে। চালক এবং পিছনের সিটে বসে থাকা সুবীরবাবু গুরুতর আহত হন। পুলিশের ভ্রাম্যমান গাড়ি তাঁদের উদ্ধার করে উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে রাতেই পরিবারের লোকজন উলুবেড়িয়া ছুটে যান। হাসপাতালে ভর্তি করা পরেও কয়েক ঘণ্টা জীবিত ছিলেন সুবীর বাবু। প্রচুর রক্তক্ষরণ ও গুরুতর আঘাতের কারণে সুবীরবাবুকে বাঁচানো যায়নি। যদিও ড্রাইভার বেঁচে যান এবং পরে তাঁকে মেদিনীপুর হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে গোটা মেদিনীপুর শহর জুড়ে শোকের ছায়া নেমে আসে।

- Sponsored -

বিগত শতাব্দীর নয়ের দশকের দ্বিতীয়ার্ধে সহযোগীদের সঙ্গে নিয়ে মেদিনীপুর শহরের অলিগলি কেবল টিভি সংযোগ পৌছে দিয়েছিলেন সুবীর সামন্ত। পাশাপাশি শহর ও জেলার খবর বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কেবল টিভি চ্যানেলে বৈদ‍্যুতিন মাধ‍্যমে নিজের উদ্ভাবনী চিন্তা দিয়ে শুরু করেছিলেন “স‍্যাটলিংক সংবাদ”। বর্তমানে ফোটোগ্রাফি সংগঠনের কাজ ও নিজের প্রিন্টিং ব‍্যবসা নিয়ে ব‍্যস্ত থাকতেন সুবীর বাবু। তাঁর মৃত‍্যুতে মেদিনীপুর কেবল টিভি জগৎ ও বৈদ‍্যুতিন সংবাদ জগতের একটি যুগের অবসান ঘটল।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.