৫০০ উইকেট ছুঁয়ে নয়া নজির স্টুয়ার্ট ব্রডের

সৌরভ রায়
মঙ্গলবার টেস্টের পঞ্চম দিনের সকালেই টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেট ছুঁয়ে ফেললেন তারকা ইংরেজ পেসার স্টুয়ার্ট ব্রড। টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। এদিন সকালে তিনি যখন মাঠে নামেন তখন ৫০০ উইকেট থেকে মাত্র ১ উইকেট দূরে ছিলেন ব্রড। এদিন ১৯ রানে ব্রেথহোয়াইট-কে এলবিডব্লিউ করে ইতিহাসের পাতায় নাম তুলে ফেললেন তিনি। তাঁকে অভিনন্দন জানান দলের সতীর্থরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাম্প্রতিক সিরিজে প্রথম টেস্টে বাদ গেলেও দ্বিতীয় টেস্টে দলে ফিরেই ছয় উইকেট নিয়েছিলেন। সিরিজেও সমতা ফেরায় ইংল্যান্ড। এরপর তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে বিধ্বংসী বোলিং দলকে উপহার দিয়ে ক্যারিবিয়ানদের ৬ উইকেট তুলে নেন ব্রড। দ্বিতীয় ইনিংসেও তাঁর দুরন্ত বোলিংয়ের সামনে বেশ অসহায় হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।
এদিন টেস্টে ৫০০ উইকেট ছুঁয়ে ফেলায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল আথারটন। তিনি বলেন, ‘ভাল খেলার খিদের আগুন ব্রডের পেটে জ্বলছে। ও ৬০০ উইকেটও পেতে পারে।’ আথারটন আরও বলেন, ‘একজন চ্যাম্পিয়ন ক্রীড়াবিদকে তাঁর সাফল্য দেখে ঠিক বিচার করা যায় না। বরং কীভাবে সে প্রত্যাবর্তন ঘটাচ্ছে, সেটাই তাঁকে চেনার বড় উপায়। এই সিরিজে যা করে দেখিয়েছে স্টুয়ার্ট ব্রড।’
Comments are closed.