Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

বোমা বিস্ফোরণে গুরুতর জখম শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রী জাকির হোসেন, আহত আরও ১৩

নিজস্ব সংবাদদাতা: বুধবার রাতে মুর্শিদাবাদের নিমতিতা স্টেশন চত্বরে বোমা বিস্ফোরণে গুরুতর জখম হলেন রাজ্যের শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রী জাকির হোসেন। কলকাতায় দলীয় সভায় যোগ দিতে তিস্তা তোর্সা এক্সপ্রেস ধরতে আসার পথে এই দুর্ঘটনা। বুধবার রাতেই কলকাতায় স্থানান্তরিত করা হয় মন্ত্রী জাকির হোসেনকে। এসএসকেএম-এর ট্রমাকেয়ার ইউনিটে তাঁকে রাখা হয়েছে। এই ঘটনায় আরও ৪ জনকে এসএসকেএম-এ আনা হয়েছে। ঘটনায় ১৩ জন আহত হয়েছে বলে খবর। অন্যান্য আহতদের জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে।

মুর্শিদাবাদের নিমতিতার ঘটনায় রাজ্য সরকার সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের নিমতিতা স্টেশন পৌঁছে তদন্ত শুরু করেছে সিআইডির দল। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক দলও। বুধবার রাতে প্ল্যাটফর্মে কীভাবে বিস্ফোরণ ঘটেছিল সেজন্য দুই নম্বর প্ল্যাটফর্মের রেললাইনে নেমে পরীক্ষা-নিরীক্ষা চালায় তদন্তকারী দল। বুধবার রাতের ঘটনায় প্রত্যক্ষদর্শীদের বানানো লিপিবদ্ধ করেছে তদন্তকারী অফিসাররা।

- Sponsored -

মন্ত্রী জাকির হোসেনকে দেখতে এসএসকেএম হাসপাতালে বেলা ১১টা নাগাদ যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাকিরের চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল টিমের প্রধানের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। হাসপাতলে চিকিৎসা সংক্রান্ত যাবতীয় পরিস্থিতির তদারকি করছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এছাড়াও তাঁকে দেখতে রাজ্য মন্ত্রিসভায় সদস্য ছাড়াও তৃণমূল দলের অন্যান্য নেতৃবৃন্দও হয়েছেন হাসপাতালে।

ইতিমধ্যেই জাকির হোসেনের উপর হামলার ঘটনা পূর্ব পরিকল্পিত ভাবে চালানো হয় বলে অভিযোগ উঠেছে। সামনেই বিধানসভা নির্বাচন আর নির্বাচন আগে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। এ প্রসঙ্গে তৃণমূল জেলা সভাপতি আবু তাহের খান জানান, ‘আজকে জেলা পরিষদের মিটিংয়ে আমার সঙ্গে ছিলেন। আগামীকাল (বৃহস্পতিবার) নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সমাবেশে অংশগ্রহণ করার জন্য ট্রেন ধরতে যাচ্ছিলেন। পায়ে যথেষ্ট চোট পেয়েছেন তিনি। এই ঘটনার সঠিক তদন্ত করুক পুলিশ।’

পাশাপাশি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানিয়েছেন, ‘জাকির হোসেন একজন ভদ্র, সভ্য, নিরীহ মানুষ। তাঁর এই ঘটনায় আমি অত্যন্ত ব্যথিত। এই ঘটনার তীব্র নিন্দা করার পাশাপাশি যারা অপরাধী তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।’

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.