হাইকোর্টের নির্দেশ মেনে প্রকাশিত উচ্চ প্রাথমিকের সংশোধিত ইন্টারভিউ তালিকা
নিজস্ব সংবাদদাতা : নির্ধারিত সময়ের আগেই প্রকাশিত হল উচ্চ প্রাথমিকের সংশোধিত ইন্টারভিউ তালিকা। এদিন কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে নম্বর-সহ ইন্টারভিউয়ের নতুন তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। শুক্রবার ফের মামলার শুনানি কলকাতা হাইকোর্টে। তার আগেই নম্বর-সহ উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারির ইন্টারভিউয়ের সংশোধিত তালিকা প্রকাশ করা হল। কমিশন সূত্রে খবর, হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে, সেই মোতাবেক তালিকা তৈরি করা হয়েছে। প্রার্থীরা স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.westbengalssc.com-তে গিয়ে তালিকা দেখতে পাবে।
এসএসসি-র তরফে জানানো হয়েছে নম্বর-সহ নামের আদ্যক্ষর অনুযায়ী প্রার্থীদের তালিকা দেওয়া হয়েছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক স্তরের পরীক্ষার নম্বরের পাশাপাশি পেশাগত যোগ্যতা, টেটের নম্বর মিলিয়ে মোট নম্বর দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২১ জুন উচ্চ প্রাথমিকের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশিত হয়েছিল। কিন্তু সেই তালিকায় কোনও প্রার্থীর প্রাপ্ত নম্বর ছিল না। সেই বিষয় নিয়েই আদালতে মামলা দায়ের করেন প্রার্থীদের একাংশ। তাঁরা দাবি জানায়, অনেক যোগ্য প্রার্থীর নাম প্রকাশিত তালিকায় নেই। আবার অনেকেই যোগ্যতা না থাকা সত্ত্বেও ইন্টারভিউয়ে ডাক পেয়েছেন। ব্যাপক দুর্নীতি এবং স্বজনপোষণের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীরা। এরপর উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেইসঙ্গে সাতদিনের মধ্যে প্রার্থীদের নম্বর-সহ ইন্টারভিউয়ের নতুন তালিকা প্রকাশের জন্য কমিশনকে নির্দেশ দেয় হাইকোর্ট। এখন দেখার নতুন তালিকা প্রকাশের পর শুক্রবার আদালত নিয়োগ প্রক্রিয়ায় অনুমতি দেয় কিনা।
Comments are closed.