নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ শ’খানেক এসএসসি চাকরিপ্রার্থীর
নিজস্ব সংবাদদাতা : আচমকা শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন এসএসসি চাকরি প্রার্থীরা। ব্যারিকেড পেরিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চাইলেন বিক্ষোভকারীরা। কিন্তু তাদের সঙ্গে দেখা করেননি শিল্পমন্ত্রী। বিক্ষোভকারীদের দাবি, ২০১৯ সালে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, কিন্তু সেই প্রতিশ্রুতি এখনও পালন করেননি। তাই রবিবার রাত ১০ নাগাদ নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে হাজির হয় প্রায় শ’খানেক এসএসসি চাকরি প্রার্থী। প্রথমে পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে শুরু হয় ব্যাপক ধস্তাধস্তি। তাদেরকে মারধর করেছে পুলিশ, বলেও অভিযোগ করে বিক্ষোভকারীরা। মারধরের কথা অস্বীকার করেছে পুলিশের উচ্চপদস্থ অফিসাররা।
শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন এসএসসি চাকরি প্রার্থীরা। pic.twitter.com/HFhf28QApF
— Bengal Fast (@bengal_fast) September 20, 2021
চাকরি প্রার্থীদের বক্তব্য, ২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিষয়ক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাঁরা প্যানেলভুক্ত হন। নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বর্ধিত আসনের দাবিতে ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে ২৮ মার্চ পর্যন্ত দীর্ঘ ২৯ দিন ধর্মতলায় ‘যুব ছাত্র অধিকার মঞ্চে’র অনশনে সামিল হয়েছিলেন তাঁরা। অনশন মঞ্চে উপস্থিত হয়ে আইন বদল করে মেধা অনুযায়ী চাকরির ব্যবস্থা করার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ৯০ শতাংশ কার্যকর হলেও কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিভাগের চাকরি প্রার্থীরা এখনও বঞ্চিত।
বিক্ষোভকারীরা বলেন, ‘রাজ্য সরকার খেলা হবে দিবস পালন করছে। অথচ আমরা খেলার শিক্ষক আমরা চাকরি পাচ্ছি না। পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন কথা দিয়েছিলেন, কিন্তু সেই কথা তিনি রাখলেন না। তাই নিজেদের দাবি নিয়ে নতুন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু ব্রাত্য বসুর দেখা পাইনি। সেই জন্য প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে রাতে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত।’ বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাঁশদ্রোণী থানার বিশাল পুলিশবাহিনী। দীর্ঘক্ষণ বোঝানোর পরও বিক্ষোভে অনড় থাকেন বিক্ষোভকারীরা। পরে কিছু বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।
Comments are closed.